Skip to Content
Filters

author.name

ইউসুফ হাসান অর্ক

ইউসুফ হাসান অর্ক অধ্যাপক, গবেষক, প্রাবন্ধিক, মঞ্চাভিনেতা ও নির্দেশক ইউসুফ হাসান অর্ক (ড. এ কে এম ইউসুফ হাসান) ১৯৭১ খ্রিস্টাব্দের ১৬ আগস্ট কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার অন্তর্গত এলাহাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মাে. মাজহারুল ইসলাম ও মাতা রােকেয়া নাজনীন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অতঃপর ‘মনবুশাে বৃত্তি লাভ করে জাপানের ওকিনাওয়া শিল্পকলা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ খ্রিস্টাব্দে বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্য পালাগান : বর্ণনাকারীর অবস্থান অন্বেষণ’ শিরােনামে অভিসন্দর্ভ প্রণয়নের জন্য পিএইচ. ডি. ডিগ্রি অর্জন করেন। এই গবেষণাকর্মে অসামান্য অবদানের জন্য তিনি ওকিনাওয়া শিল্পকলা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড' লাভ করেন। পরে তিনি জাপান ফাউন্ডেশনের পােস্ট ডক্টরাল ফেলােশিপ লাভ করে ‘জাপানের নিনগিও জোওরুরি (পুতুল নাট্য) ও বাংলাদেশের পালাগানের সংগীত : একটি তুলনামূলক পর্যবেক্ষণ’ শিরােনামে গবেষণা সম্পন্ন করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতির দায়িত্ব পালন করছেন। পুত্র রা’দ ঋক হাসান ও কন্যা নাবা কিন্নরীর পিতা ইউসুফ হাসান অর্ক’র স্ত্রী রেফায়েত আরা ঋতু। তাঁর প্রকাশিত গ্রন্থ : অভিনয়রীতি : বাঙলা বর্ণনাত্মক ও পাশ্চাত্য প্রসঙ্গ [ভাষাচিত্র : ২০১৫], বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্য পালাগান : বর্ণনাকারীর অবস্থান অন্বেষণ