এ.আর.এম. খালেকুজ্জামান
এ.আর.এম. খালেকুজ্জামান লেখকের জন্ম ১৯৫৯ খ্রিঃ কুমিল্লা জেলায়।। হােমনা উপজেলায় নিজ গ্রাম তেভাগিয়া ছাড়াও | মহাখালী মডেল স্কুল, ঢাকায় প্রাথমিক শিক্ষা এবং। মৌরিপুর ও ড্রিগরােড বেঙ্গলি স্কুল, করাচিতে নিম্ন। মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। । তিনি ১৯৭৪ খ্রিঃ রামকৃষ্ণপুর কে.কে.আর.কে। উচ্চ বিদ্যালয়, কুমিল্লা হতে বৃত্তিসহ এসএসসি। এবং ১৯৭৬ খ্রিঃ ঢাকা কলেজ হতে এইচএসসি পাশ করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে '৮২-৮৩ সেসনে B.Sc Ag(Hons) ডিগ্রি লাভের পর প্রশিক্ষক হিসাবে ব্র্যাক এবং কষি ক্যাডারে। দু'বছর কর্মকাল অতিবাহিত করেন। প্রশাসন ক্যাডারে (৮৫ ব্যাচ) যােগদান করে বগুড়া। | (৮৮-৯২), কক্সবাজার (৯২-৯৬), লক্ষীপুর। (৯৬-৯৭), খাগড়াছড়ি (৯৭-৯৯) ও নােয়াখালী। (৯৯-০০) জেলায় সহকারী কমিশনার, আরডিসি, এনডিসি, এডিএলজি, জিসিও এবং প্রথম শ্রেণির। ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করেন।। তিনি সিলেটের গােলাপগঞ্জ (২০০০-০১) এবং। সিরাজগঞ্জের কামারখন্দে (২০০১) ইউএনও এবং পরবর্তী সময়ে যােগাযােগ মন্ত্রণালয়। (০২-০৭), জিএম, সাধারণ বীমা কর্পোরেশন (০৮-০৯), উপ-ওয়াকফ প্রশাসক (১৪-১৫) ও। ২০১৬-১৭ খ্রিঃ ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের। উপ-পরিচালক (উপ সচিব) এবং ফাকে ফাকে। ওএসডি ছিলেন। বর্তমানে জাতীয় নদী রক্ষা। কমিশনের অধীন ৪৮, নদী সমীক্ষা প্রকল্পে। প্রােগ্রাম অফিসার হিসেবে কর্মরত আছেন। লেখক ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, জার্মানী, ফিনল্যান্ড, সুইডেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং সৌদি আরব সফর করেছেন। জেলা প্রশাসন বাংলাদেশ, উপকলীয় এলাকায় চিংড়ি চাষ ও সরকারি নীতিমালা এবং কলকি কাহিনী লেখকের। উল্লেখযােগ্য গ্রন্থ।