ড. অপূর্ব অনির্বাণ
ড. অপূর্ব অনির্বাণ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। প্রিয় বিষয় হলো বংশগতিবিজ্ঞান (Genetics) এবং বিবর্তনবিজ্ঞান (Evolution)। উচ্চতর গবেষণা (PhD) করেন বংশগতিবিজ্ঞান, জিনবিজ্ঞান (Genomics) এবং বিবর্তনবিজ্ঞান নিয়ে কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া থেকে। বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় দেড় দশকের শিক্ষকতা শেষে লেখক বর্তমানে অস্ট্রেলিয়াবাসী। লেখকের মূল প্রেরণা তাঁর পিতা (সুনামগঞ্জে যিনি ‘মানিক স্যার’ নামে খ্যাত) যিনি বিজ্ঞানভিত্তিক এবং শোষণমুক্ত সমাজের লক্ষ্যে গণমুখী শিক্ষাদান এবং গণরাজনীতি করেছেন বিংশ শতাব্দীর আশি এবং নব্বইয়ের দশকে। পিতা ছিলেন নাগরিক অধিকার আন্দোলন আর কৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের অকুতোভয় সফল নেতা। পিতার গণমুখী জীবন ছিল এমপি, মন্ত্রী হবার লোভমুক্ত এক নির্মোহ জীবনের প্রেরণা। লেখক বিজ্ঞানভিত্তিক এবং মানবতাকেন্দ্রিক মানবধর্মগ্রন্থ ‘উৎপত্তি’ প্রকাশের পূর্বে কাব্যগ্রন্থ, সায়েন্স ফিকশন এবং উপন্যাস মিলিয়ে মোট দশটি গ্রন্থ’ প্রকাশ করেন। কদাচিৎ জাতীয় পত্রিকায় শিক্ষা, রাজনীতি এবং অন্যান্য বিষয়ে উপসম্পাদকীয়/কলাম লেখেন।