Skip to Content
Filters

author.name

ড. এস. এম. রেজাউল করিম

ড. এস. এম. রেজাউল করিম জন্ম মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ধুপুড়িয়া গ্রামে। পিতা শেখ মােঃ আফছার উদ্দিন এবং মাতা শেখ ফাতেমা আফছারী। তিনি রায়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহম্মদপুর আর. কে. এইচ. ইনস্টিটিটিউশন এবং ঝিকড়গাছা বি. এম. হাইস্কুলে পড়ালেখা করেছেন। ১৯৯৩ সালে ঝিকড়গাছা বি. এম, হাইস্কুল। হতে বিজ্ঞান বিভাগ হতে এসএসসি এবং ১৯৯৫। সালে ঢাকা কলেজ হতে মানবিক বিভাগে এইচএসসি পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ হতে ১৯৯৮ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯৯ সালে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে আলী আহমেদ স্বর্ণপদক ও নগদ পুরস্কার লাভ করেন। একই বিভাগ হতে তিনি ২০০৫ সালে এম. ফিল ডিগ্রি এবং ২০২১ সালে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে প্রভাষক পদে যােগ দেন এবং বর্তমানে এ বিভাগে সহযােগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তাঁর গবেষণার প্রধান অধিক্ষেত্র অর্থনৈতিক ইতিহাস (Economic History). এছাড়াও মুক্তিযুদ্ধ, জাতীয়তবািদী আন্দোলন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক অধ্যায়ন এবং গবেষণাও তাঁর বিশেষ পছন্দের ক্ষেত্র। এসব বিষয়ে বিভিন্ন জার্নালে তাঁর বেশ কিছু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য (২০১৮-২০২০) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ এশিয়াটিক সােসাইটি, বাংলাদেশ ইতিহাস সমিতি, বাংলাদেশ ইতিহাস পরিষদসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সদস্য। স্ত্রী রেফায়েত সুলতানা (যুথী) এবং সন্তান এস. এম. মামনুন রেয়ানকে নিয়ে তার পারিবারিক জীবন।