ড. জাহিদ হোসেন প্রধান
ড. জাহিদ হােসেন প্রধান। জন্ম ১৯৫৪ সালে নীলফামারী জেলায়। পিতা মরহুম আশরাফুর রহমান প্রধান ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। ৫ ভাই ২ বােনের মধ্যে তার অবস্থান ৬ নম্বরে। ছেলেবেলা নীলফামারীতেই কেটেছে। কৃতিত্বের সাথে মেট্রিক ও আইএসসি পাস করার পর ইঞ্জিনিয়ারিং পড়ার জন্যে মস্কো (রাশিয়া) যান। ১৯৮৬ সালে দেশে ফিরে এসে তিনি হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের কনসালটেন্ট হিসেবে যােগ দেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। বর্তমানে নীলফামারী জেলা সমিতিঢাকার সাধারণ সম্পাদক এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’-এর আহ্বায়ক কমিটির আহ্বায়ক। বিশিষ্ট বিজ্ঞানী ড. জাহিদ হােসেন প্রধান ১৯৯৪ সালে জুট জিওটেক্সটাইল ও জাহিদ’স মডেল (Zahid's Model)-এর আবিষ্কারের জন্যে রাষ্ট্রীয় পদকে ভূষিত হন। দেশ-বিদেশে তার আবিষ্কার ব্যাপকভাবে প্রশংসিত হয়। তিনি বহু আন্তর্জাতিক সংস্থার সাথে জড়িত। বর্তমানে আমেরিকার International Erosion Control Association (IECA), International Geosynthetic Society (IGS), 15601 Asian Society for Environmental Geotechnology (ASEG) সহ বিভিন্ন সংস্থার সদস্য। দেশে-বিদেশের বিভিন্ন জার্নালে তার বহুসংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। শিক্ষাবিদ ড. জাহিদ হােসেন প্রধানের নাম বিশ্ব সাহিত্য ভবন থেকে প্রকাশিত শিশু-কিশাের মানচিত্র বই-এ বাংলাদেশের কৃতি সন্তান হিসেবে অন্তর্ভুক্ত আছে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর External Examiner হিসেবেও কাজ করেন। বেশ কিছু সময় মস্কো 'Patrice lumumba' বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। সােভিয়েত পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউটেও দীর্ঘ সময় শিক্ষকতা করেন। পাশাপাশি মহাকাশযান ডিজাইন-এর সঙ্গে যুক্ত ছিলেন। উল্লেখ্য ড. জাহিদ হােসেন প্রধান-এর অনেক রুশ ও পূর্ব ইউরােপীয় দেশের ছাত্ররা বর্তমানে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত সহ বিভিন্ন কুটনৈতিক পেশায় কর্মরত রয়েছেন।