তপন পালিত
তপন পালিত ১৯৮৪ সালের ২ জানুয়ারি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পালিতকোনা গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক সম্মান এবং প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বিভাগ থেকে এম. ফিল। বর্তমানে একই বিভাগে পিএইচডি গবেষণারত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক। বাংলাদেশ এশিয়াটিক সােসাইটির ‘ছােটদের বাংলাপিডিয়া’ (২০১০) এবং বাংলাপিডিয়া’র (২০১১) গবেষণা সহযােগী ছিলেন। বাংলাদেশ শিশু একাডেমী প্রকাশিত ‘বঙ্গবন্ধু কোষ’-এর সহকারী সম্পাদক এবং মুনতাসীর মামুন সম্পাদিত 'মুক্তিযুদ্ধ কোষ (১২ খন্ড)-এর সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রকাশিত গ্রন্থ- “মানবতাবিরােধী অপরাধ বিচার আন্দোলন (১৯৭১-২০১৩), ‘মানবতাবিরােধী অপরাধ বিচার আন্দোলন : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভূমিকা', লালমাটিয়া, জৈনপুর ও খাজাঞ্চি বাড়ি গণহত্যা’, ‘পাঁচগাঁও গণহত্যা এবং মুনতাসীর মামুনের বই (যৌথ সম্পাদনা)। জাতীয় অধ্যাপক সালাহউদ্দীন আহমদ স্মৃতি পুরস্কার (২০১৭) লাভ করেন।