Skip to Content
Filters

author.name

ফয়েজ তৌহিদুল ইসলাম

ফয়েজ তৌহিদুল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী বাঙালি লেখক বললে তার পরিচয় পরিষ্কার হয় না। ইতােপূর্বে তার ঠিকানা ছিল মার্কিন মুলুকে, তারও আগে লন্ডনে, আরও স্পষ্ট করে বললে, ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। তবে তার স্থায়ী ঠিকানা একটাই বাংলা বাংলাদেশ–বাংলাভাষা। কারণ যেখানেই গেছেন বাংলা ভাষা আর সংস্কৃতির প্রসারে লিখে চলেছেন অবিরাম। ফয়েজ তৌহিদুল ইসলাম লাইভ সাইন্স, ডিপ্লোম্যাসি, ভাষাবিজ্ঞান ও সুফী তত্ত্বের মতাে বিষয়ের বােদ্ধা পাঠক, লেখক ও গবেষক। উদ্দাম, ফেনীলােচ্ছল গদ্যে তিনি জটিল মনস্তাত্ত্বিক, সামাজিক ও ধর্মীয় বিষয় উপস্থাপনে পারদর্শী। বিভিন্ন ভাষার ওপর তাঁর দক্ষতা ও ব্যাপক কূটনৈতিক অভিজ্ঞতা সংবেদনশীল বিষয়কে অবিতর্কিতভাবে উপস্থাপনে। তাকে মুনসিয়ানা দান করেছে। পিতা-মাতা উভয়েই সাধক ঘরানার হওয়ায় ছােটবেলা থেকেই গুপ্তবিদ্যা, তুলনামূলক ধর্মতত্ত্ব ও সৃষ্টিতত্ত্বের ওপর ব্যাপক অধ্যয়ন ও অনুধ্যানের সুযােগ পান। তাঁর চিন্তা ও লেখায় এসবের প্রভাব সুদূরপ্রসারী। | পড়াশোনা ও চাকরি সূত্রে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষত আমেরিকা ও ইউরােপে ব্যাপক ভ্রমণের অভিজ্ঞতায় ঋদ্ধ তিনি। এসব অভিজ্ঞতা ও অভিজ্ঞান তাকে কাব্যময় গদ্যের এক মননশীল লেখকে পরিণত করেছে। ‘ইহকালে এইসব হয়’, ‘সড়ক নম্বর আনন্দ, বাড়ি নম্বর বেদনা', ‘মুনিয়া মারা গেছে’, ‘পিতা’, ‘Mantra of Immorality' ইত্যাদি দেশে দেশে প্রকাশিত তার বহুল সমাদৃত উপন্যাস। | ‘রবির দ্বিতীয় বিয়ের ইংরেজি পান্ডুলিপির জন্য তিনি International Tagore Award পুরস্কারে সম্মানিত। বিখ্যাত প্রযােজক Jeremy Chua-এর তত্বাবধানে বইটির চলচ্চিত্রায়ন হচ্ছে।