Skip to Content
Filters

author.name

মুইনুদ্দীন আহমদ

মুইনুদ্দীন আহমদ লেখক মুইনুদ্দীন আহমদ ১৯৫৪ সালের ৩০শে অগাস্ট বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তাঁদের আদি নিবাস বৃহত্তর বরিশাল জেলার তৎকালীন ভোলা মহকুমার দৌলত খাঁ থানার মদনপুরা গ্রামে। ১৯৫৮ সালে তাঁর আইনজীবী পিতা বরিশাল থেকে সপরিবারে ঢাকায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেই থেকে তিনি ঢাকা শহরে বেড়ে ওঠেন। পেশাগত জীবনে তিনি একজন স্কুল শিক্ষক। সরাসরি কোনো রাজনৈতিক এবং সাংগঠনিক সংশ্লিষ্টতা না থাকলেও ১৯৬৯ সালের আইয়ুব বিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থান খুব কাছে থেকে পর্যবেক্ষণ করার সুযোগ তাঁর হয়েছিল। এই ঘটনা এবং অভিজ্ঞতা তাঁর মধ্যে প্রগতিশীল, গণতান্ত্রিক ও বিপ্লবী রাজনীতির প্রতি গভীর আগ্রহ সৃষ্টি করে। ১৯৮০ সালের শেষ দিকে তিনি সক্রিয় বিপ্লবী রাজনীতির সংস্পর্শে আসেন। বর্তমানে তিনি বাঙলাদেশ লেখক শিবিরের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি, গণতান্ত্রিক বিপ্লবী জোট এবং জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সদস্য। একই সাথে তিনি কমরেড বদরুদ্দীন উমর সম্পাদিত মাসিক ‘সংস্কৃতি’ পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। খুব নিয়মিত না হলেও মুঈনুদ্দীন আহমদ মাঝে মধ্যে লেখালেখি করেন। রাজনীতি, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ের উপর তাঁর লেখা বেশ কিছু সংখ্যক প্রবন্ধ বিভিন্ন সময়ে মাসিক ‘সংস্কৃতি’ পত্রিকা এবং অন্যত্র প্রকাশিত হয়েছে। মৌলিক সৃজনশীল লেখার পাশাপাশি তিনি কিছু অনুবাদের কাজও করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কমরেড বদরুদ্দীন উমরের ঊসবৎমবহপব ড়ভ ইধহমষধফবংয গ্রন্থের দ্বিতীয় খণ্ডের প্রথম অর্ধাংশের বাংলা অনুবাদ। তা ছাড়া “নারী-পুরুষ সম্পর্ক ধর্ম ও মার্কসবাদ” তাঁর লিখিত অন্যতম গ্রন্থ যা শ্রাবণ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।