Skip to Content
Filters

author.name

রাশেদ চৌধুরী

রাশেদ চৌধুরী বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপনা পেশায় নিয়ােজিত রাশেদ চৌধুরীর পুরাে নাম চৌধুরী রাসেদুন্নবী। পিতা নুরুন্নবী চৌধুরী অবসরপ্রাপ্ত আইনজীবী। মাতা সুরাইয়া বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী। শিক্ষক। ঢাকায় জন্মগ্রহণ এবং বেড়ে ওঠা এই লেখকের | পৈতৃক নিবাস নােয়াখালি জেলার চাটখিল থানাধীন মােহাম্মদপুর গ্রাম। রাশেদ চৌধুরী ছাত্রজীবনে অত্যন্ত মেধার স্বাক্ষর রেখে ঢাকার দনিয়া এ. কে. উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, বি. এ. (সম্মান), এম. এ. ডিগ্রি অর্জন করেন। এরপর বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে সাধারণ শিক্ষা ক্যাডারে যােগদান করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা। করেছেন। বর্তমানে ঢাকা কলেজের বাংলা বিভাগের সহযােগী অধ্যাপক পদে কর্মরত আছেন। বাংলা ভাষা এবং ব্যাকরণ বিষয়ে তার আগ্রহ এবং গবেষণা দীর্ঘদিনের। ব্যাকরণের নিয়মকানুনসমূহকে সহজভাবে উপস্থাপন করাই তার গবেষণার মূল প্রবণতা। এছাড়া তিনি সৃজনশীল | সাহিত্যও রচনা করেছেন। প্রকাশনা প্রতিষ্ঠান মহাকাল থেকে তার প্রকাশিত গ্রন্থসমূহ : কাব্যগ্রন্থ- মনােময় (প্রথম এবং দ্বিতীয় খণ্ড), বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়মকানুন।