রাহাত মিনহাজ
রাহাত মিনহাজ রাহাত মিনহাজের জন্ম ১৯৮৭ সালের ১০ জানুয়ারি বগুড়া জেলার নিশিন্দারা পশ্চিম পাড়া গ্রামে। পুরাে নাম মাে. মিনহাজ উদ্দীন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে পড়াশােনা শেষে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযােগাযােগ ও সাংবাদিকতা বিভাগে। স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণী লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশােনার চলার সময়ই সাংবাদিকতা শুরু। ২০০৭ সালে যােগ দেন দেশের প্রথম ২৪ ঘন্টার সংবাদ ভিত্তিক টেলিভিশন সিএসবি নিউজে। এরপর যােগ দেন চ্যানেল ওয়ান-এ। সেখান থেকে ২০১০ সালে এটিএন বাংলায়। এরপর ২০১৩ এর শেষ দিকে যােগ দেন যমুনা টেলিভিশনে। পাশাপাশি তিনি কাজ করেছেন বাংলাদেশ ক্রীড়া সংস্থার সাময়িকী ক্রীড়া জগৎ, সাপ্তাহিক কাগজ ও গণমাধ্যম পর্যবেক্ষণমূলক সাময়িকী মিডিয়া ওয়াচ-এ। ২০১৬ সালের মে তে প্রভাষক হিসেবে যােগ দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযােগাযােগ ও সাংবাদিকতা বিভাগে। সাংবাদিকতায় পেশাগত দক্ষতার জন্য তিনি বেশ কিছু পুরস্কারে ভূষিত হয়েছেন। সেগুলাের মধ্যে অন্যতম মুক্তিযুদ্ধ। যাদুঘরের বজলুর রহমান স্মৃতি পদক ২০১৩। এটিএন বাংলা মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রতিবেদন তৈরির জন্য তিনি এ পদক পান। এছাড়া প্রথম আলাে ট্রাস্ট ও বন্ধু সভার মাদক বিরােধী প্রতিবেদনের সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার ও সিএসএফ-ফ্রেড হলােস ফাউন্ডেশন পুরস্কার অন্যতম। ২০১৮ সালে পেয়েছেন আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযােগিতা পুরস্কার। শিক্ষকতার পাশাপাশি রাহাত মিনহাজ মুক্তিযুদ্ধ নিয়ে পড়াশােনা ও গবেষণায় নিয়ােজিত আছেন। লেখকের বই ‘সায়মন ড্রিং ও অন্যান্যের একাত্তর’ (শ্রাবণ প্রকাশনী, ২০১৭), '১৯৭১: তাজউদ্দীন, মুজিব বাহিনী ও অন্যান্য (শ্রাবণ প্রকাশনী, ২০১৯) সাংবাদিকতা: প্রতিবেদন লেখার প্রথম পাঠ’ (পলল প্রকাশনী, ২০১৮), মাধ্যম সাক্ষরতা, সাংবাদিকতার প্রথম পাঠ (পলল প্রকাশনী, ২০১৯)।