Skip to Content
Filters

author.name

রাহাত মিনহাজ

রাহাত মিনহাজ রাহাত মিনহাজের জন্ম ১৯৮৭ সালের ১০ জানুয়ারি বগুড়া জেলার নিশিন্দারা পশ্চিম পাড়া গ্রামে। পুরাে নাম মাে. মিনহাজ উদ্দীন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে পড়াশােনা শেষে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযােগাযােগ ও সাংবাদিকতা বিভাগে। স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণী লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশােনার চলার সময়ই সাংবাদিকতা শুরু। ২০০৭ সালে যােগ দেন দেশের প্রথম ২৪ ঘন্টার সংবাদ ভিত্তিক টেলিভিশন সিএসবি নিউজে। এরপর যােগ দেন চ্যানেল ওয়ান-এ। সেখান থেকে ২০১০ সালে এটিএন বাংলায়। এরপর ২০১৩ এর শেষ দিকে যােগ দেন যমুনা টেলিভিশনে। পাশাপাশি তিনি কাজ করেছেন বাংলাদেশ ক্রীড়া সংস্থার সাময়িকী ক্রীড়া জগৎ, সাপ্তাহিক কাগজ ও গণমাধ্যম পর্যবেক্ষণমূলক সাময়িকী মিডিয়া ওয়াচ-এ। ২০১৬ সালের মে তে প্রভাষক হিসেবে যােগ দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযােগাযােগ ও সাংবাদিকতা বিভাগে। সাংবাদিকতায় পেশাগত দক্ষতার জন্য তিনি বেশ কিছু পুরস্কারে ভূষিত হয়েছেন। সেগুলাের মধ্যে অন্যতম মুক্তিযুদ্ধ। যাদুঘরের বজলুর রহমান স্মৃতি পদক ২০১৩। এটিএন বাংলা মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রতিবেদন তৈরির জন্য তিনি এ পদক পান। এছাড়া প্রথম আলাে ট্রাস্ট ও বন্ধু সভার মাদক বিরােধী প্রতিবেদনের সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার ও সিএসএফ-ফ্রেড হলােস ফাউন্ডেশন পুরস্কার অন্যতম। ২০১৮ সালে পেয়েছেন আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযােগিতা পুরস্কার। শিক্ষকতার পাশাপাশি রাহাত মিনহাজ মুক্তিযুদ্ধ নিয়ে পড়াশােনা ও গবেষণায় নিয়ােজিত আছেন। লেখকের বই ‘সায়মন ড্রিং ও অন্যান্যের একাত্তর’ (শ্রাবণ প্রকাশনী, ২০১৭), '১৯৭১: তাজউদ্দীন, মুজিব বাহিনী ও অন্যান্য (শ্রাবণ প্রকাশনী, ২০১৯) সাংবাদিকতা: প্রতিবেদন লেখার প্রথম পাঠ’ (পলল প্রকাশনী, ২০১৮), মাধ্যম সাক্ষরতা, সাংবাদিকতার প্রথম পাঠ (পলল প্রকাশনী, ২০১৯)।