শিশির দত্ত
শিশির দত্ত জন্ম ১৯৫৫, ২৪ জুন, চট্টগ্রাম। শৈশব, কৈশাের ও যৌবন চট্টগ্রামে। পড়ালেখা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে। ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। মুক্তিযুদ্ধের বিভিন্ন কর্ম উদ্যোগে ছিলেন সক্রিয় কর্মী। লিটল ম্যাগ থেকে লেখালেখির সূচনা। পেশাগত জীবনের শুরু বাংলাদেশ বেতারে স্ক্রিপ্ট লেখক হিসেবে। সাংবাদিকতার সাথে যুক্ত ১৯৮৪ তে। দৈনিক পূর্বকোণ পত্রিকায় একটানা ১২ বছর ফিচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। অরিন্দম নাট্য সম্প্রদায়ের অন্যতম প্রতিষ্ঠাতা। উল্লেখযােগ্য নির্দেশিত নাটকগুলাে হলাে সৈয়দ ওয়ালিউলল্লাহ এর ‘লালসালু’ সেলিম আলদীন এর ‘আতর আলীদের নীলাভ পাঠ', সৈয়দ শামসুল হকের ‘তােরা সব জয়ধ্বনি কর', শান্তনু কায়সার এর ‘সাজন মেঘ। দশটিরও বেশী মঞ্চ নির্দেশনায় মুক্তিযুদ্ধের নাটকগুলাে তার একটি উল্লেখযােগ্য কাজ। “স্বনির্বাচিত তাঁর সম্পাদিত বাংলাদেশের কবিতার সংকলন। প্রকাশিত কাব্যগ্রন্থ দুটি। আমার মাতৃভূমি আমার মত একা নয়’ ও ‘ভালােবেসে হয়ে উঠি একা'। নাট্যরূপ ‘লালসালু’। একক নাটক ‘মল্লিকার চোখে জল’ ও ‘একা এবং ঈশ্বর”। ১৯৯৪ এ প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ইন্সটিটিউট অব থিয়েটার আর্টস(বিটা)। পঞ্চাশেরও অধিক সেমিনার ও ওয়ার্কশপে তিনি দেশ ও বিদেশে অংশগ্রহণ করেছেন। আন্তর্জাতিক পরিমন্ডলে বিভিন্ন জার্নালে তাঁর একাধিক লেখা প্রকাশিত হয়েছে। জার্মানী, ব্রাজিল, সাউথ আফ্রিকা, আমেরিকা, কানাডা, ভারত, ফ্রান্স ইত্যাদি দেশে বিভিন্ন নাট্যক্রিয়ার সাথে তাঁর যুক্ততা। রয়েছে। তিনি ইন্টারন্যাশনাল ড্রামা এন্ড থিয়েটার এডুকেশন এর সদস্য। স্বীকৃতি হিসেবে লােকনাট্যদল পদক, শিল্পকলা পদক (চট্টগ্রাম), অমলেন্দু বিশ্বাস পদক পেয়েছেন। তিনি ১৯৭৩ এ প্রথাবিরােধী সাহিত্য আন্দোলন ‘স্পার্ক জেনারেশন এর অন্যতম সদস্য। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন-এর সভাপতি মণ্ডলীর সদস্য ও আইটিআই বাংলাদেশ কেন্দ্রের কার্যনির্বাহী সদস্য হিসেবে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি বিটার নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত। বিবাহ: ১৯৮৪। স্ত্রী: উমা দত্ত। পুত্র: অগ্রদীপ দত্ত। শখ: আডডা, গান শােনা ও প্রকৃতির সাথে সময় কাটানাে।