সৈয়দ মোহাম্মদ হোসেন
সৈয়দ মোহাম্মদ হোসেন ১৯৫০ ও ৬০-এর দশকের বিশিষ্ট আইনজীবী ও সংস্কৃতি-সাধক বিচারপতি সৈয়দ মােহাম্মদ হােসেনের বিভিন্ন রচনা ও ভাষণের সংকলন এই গ্রন্থ। সৈয়দ মােহাম্মদ হােসেনের জন্ম অবিভক্ত ভারতে ১৯২৭ সালে। বাবা বিচার বিভাগের কর্মকর্তা সৈয়দ তসন্দুক হােসেন; মা আসমা হােসেন। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি পাশ করে পরের বছর ঢাকা হাইকোর্টে অ্যাডভােকেটরূপে যােগ দেন। পাশাপাশি তিনি সাংবিধানিক আইনের অধ্যাপনাও করেন। খ্যাতনামা আবৃত্তিকার ও মঞ্চাভিনেতা সৈয়দ মােহাম্মদ হােসেন বুলবুল। ললিতকলা একাডেমি (বাফা) ও আর্টস কাউন্সিল ঢাকা কেন্দ্রের সম্পাদক ছিলেন । পাশাপাশি তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল গণতন্ত্রী পার্টির প্রচার সম্পাদক (১৯৫২) ছিলেন । ১৯৫৪ সালে ৯৪ ধারা জারি হলে তিনি। কারারুদ্ধ হন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী ছিলেন। ১৯৭৪ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারক নিযুক্ত হন। স্বৈরশাসন বিরােধী এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে সােচ্চার হওয়ার কারণে ১৯৮৪ সালে রাষ্ট্রপতির আদেশবলে তাকে বিচারকের পদ থেকে অপসারণ করা হয় । সৈয়দ মােহাম্মদ হােসেন আইন ও মানবাধিকার বিষয়ক বহুসংখ্যক আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ১৯৮৬ সালের ২রা এপ্রিল তাঁর আকস্মিক ও অকাল জীবনাবসান ঘটে।