হাবিবুর রহমান রিজু
হাবিবুর রহমান রিজু হাব্দুির রহমান রিজু সাবেক হত্রনেতা। ১৯৬৪ খ্রিস্টাব্দে ২৭ সেপ্টেম্বর বনাইদহ কেসি কলেজ সংলগ্ন নানা শামসুদ্দীন আহমদ এর বাড়িতে জন্মগ্রহণ করেন। পিতা ডা. মঈন উদ্দীন সাখাওয়াতী (শিক্ষক) ও মাতা সাজেদা বেগম তলিম এর পাঁচ সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। বড় ভাই মােঃ মিজানুর রহমান এতদ্ব অঞ্চলের প্রতিষশা সাংবাদিক।