অধ্যাপক মাে. আলী আশরাফ
অধ্যাপক মাে. আলী আশরাফ অর্থনীতিকে অনেকদিন পর্যন্ত Political Economy বলা হতাে। হ্যা, আমি অর্থনীতির সঙ্গে রাজনীতির মেলবন্ধনের কথা বলছি। বর্ষীয়ান সাংসদ ও প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক মাে. আলী আশরাফ অর্থনীতির ছাত্র। রাজনৈতিক দর্শন থেকে জীবনের অন্তঃদর্শন, বাকচাতুর্য নয় বরং বিশুদ্ধ সাহিত্যের উদ্ধৃতির যে সত্তার ইঙ্গিতবাহী তার নাম প্রতিভা। নয়তাে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিলের সাহিত্যে নােবেল লরিয়েট হবার কথা নয় তা-ও একটি মাত্র বই লিখে। রাজনীতিতে কেউ ইতিহাসের বই লেখেন, কেউ ইতিহাস সৃষ্টি করেন, কেউ নিজেই ইতিহাস। আমাদের জাতির পিতা নিজেই ইতিহাস। জাতি আজ বিনম্র শ্রদ্ধাভরে মুজিববর্ষ উদযাপন করতে যাচ্ছে। বাংলা ১৪০০ সাল নিয়ে রবিঠাকুরের শঙ্কা ছিল; বাস্তবে একালের কবিকূলও রবিঠাকুরকে পুরােপুরি বুঝে উঠতে পারবেন কি না এটাই বরং শঙ্কা। জাতির পিতার স্নেহধন্য অনুজপ্রতিম অধ্যাপক মাে. আলী আশরাফের কর্মময় জীবন ও জাতীয় সংসদে প্রদত্ত মূল্যবান বক্তৃতামালা জাতির সামনে বই আকারে উপস্থাপন করার প্রয়ােজনীয়তা আমি দীর্ঘদিন ধরে অনুভব করে আসছি যা কালের পরিক্রমায় আজ অনেকটা জরুরি হয়ে উঠেছে। মুজিব বর্ষের মাহেন্দ্রক্ষণে এ যেন আমার পবিত্র দায়িত্ব হয়ে উঠেছে। ধরিত্রীবক্ষে জাতির পিতার আগমন সতেরাে মার্চ। এ তারিখটি এ বইটির জন্য আরও তাৎপর্যবহ। কর্মের ধর্মকে মর্মে ধারণ করার শুভক্ষণ আর কী হতে? সাংসদ অধ্যাপক মাে. আলী আশরাফ দীর্ঘায়ু হােন।