Skip to Content

আমাদের লক্ষ্য

 “একটি বহুমাত্রিক ডিজিটাল মার্কেটপ্লেস গড়ে তোলা — যেখানে পাঠাভ্যাসকে কেন্দ্র করে গড়ে উঠবে জ্ঞানভিত্তিক, প্রযুক্তিসম্পন্ন, এবং জীবনঘনিষ্ঠ একটি অনলাইন কমিউনিটি।”

আমরা এমন একটি ভবিষ্যৎ দেখতে চাই, যেখানে—

  • বইয়ের মাধ্যমে চিন্তার জগত উন্মুক্ত হবে
  • প্রযুক্তির মাধ্যমে প্রয়োজনীয় সব পণ্য ঘরে পৌঁছে যাবে
  • একটি সচেতন ও দায়িত্বশীল ভোক্তা সমাজ তৈরি হবে।

পাঠক সমাবেশ বিশ্বাস করে—শুধু কেনাবেচা নয়, জ্ঞান ও মূল্যবোধ ছড়িয়ে দিয়ে একটি মানবিক, তথ্যসমৃদ্ধ এবং টেকসই সমাজ নির্মাণ সম্ভব।


আমাদের উদ্দেশ্য

পাঠক সমাবেশের কার্যক্রম ৫টি মূল স্তম্ভে প্রতিষ্ঠিত:

১. জ্ঞান বিস্তার ও পাঠচর্চার প্রসার

  • সর্বসাধারণের কাছে মানসম্পন্ন বই পৌঁছে দেওয়া
  • নতুন লেখক ও প্রকাশকদের বইকে পাঠকের সামনে তুলে ধরা
  • পাঠকদের জন্য রিডার্স ক্লাব, বুক সাবস্ক্রিপশন এবং বুক গিফট বক্স চালু করা।

২. একই ছাদের নিচে থেকে জীবনঘনিষ্ঠ পণ্য সরবরাহ

  • ইলেকট্রনিকস, গ্রোসারি, কসমেটিকস, স্টেশনারি, শিশুপণ্য ইত্যাদি যুক্ত করে একটি পূর্ণাঙ্গ অনলাইন শপ হিসেবে গড়ে ওঠা
  • একসাথে বই ও প্রয়োজনীয় পণ্য কেনার সুবিধা।

৩. দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারি সেবা

  • ঢাকা শহরে ৪৮ ঘণ্টার মধ্যে এবং সারা দেশে ৭২ ঘণ্টার মধ্যে ডেলিভারি
  • আন্তর্জাতিক পাঠকদের জন্য নিরাপদ শিপমেন্ট।

৪. কর্পোরেট ও ইনস্টিটিউশনাল সল্যুশন

  • কর্পোরেট অর্ডার, গিফট বক্স, CSR ক্যাম্পেইন, লাইব্রেরি সেটআপে সহযোগিতা
  • সরকারি-বেসরকারি সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ।

৫. সামাজিক দায়বদ্ধতা ও উদ্যোগ

  • সুবিধাবঞ্চিত শিশুদের বই উপহার
  • গ্রামাঞ্চলে বইপড়া ক্যাম্পেইন
  • টেকসই পাঠক গোষ্ঠী গঠনে নিয়মিত অনলাইন ও অফলাইন কর্মসূচি।

পাঠক সমাবেশ শুধু একটি ব্যবসায়িক উদ্যোগ নয়, এটি একটি আদর্শভিত্তিক প্রতিষ্ঠান, যেখানে ব্যবসার সঙ্গে জ্ঞান, নৈতিকতা ও সামাজিক দায়িত্বের সমন্বয় রয়েছে।

Our Vision

“To become a multidimensional digital marketplace where knowledge, convenience, and community come together under one trusted platform.”

We envision a future where:

  • Reading unlocks the door to critical thinking and personal growth
  • Technology simplifies everyday shopping
  • A conscious, informed consumer base helps build a stronger nation.


Pathak Shamabesh aims to be a center for knowledge-driven commerce, empowering individuals to live more enriched and purposeful lives.

Our Mission


Pathak Shamabesh is guided by five core principles that define our operations:

1. Promoting Knowledge & Reading Culture

  • Make quality books accessible to everyone
  • Introduce new authors and independent publishers to readers
  • Offer reading-focused services like memberships, book subscriptions, and curated gift boxes.

2. Bringing Lifestyle Essentials Under One Roof

  • Expand beyond books to offer electronics, grocery items, stationery, baby care, cosmetics, and more
  • Enable a seamless experience of shopping both for the mind and for daily needs.

3. Ensuring Fast & Reliable Delivery

  • 48-hour delivery in Dhaka, 72-hour delivery across Bangladesh
  • International shipping support for Bengali readers worldwide.

4. Providing Corporate & Institutional Solutions

  • Bulk book supply, custom gift boxes, and library solutions for institutions
  • Partnerships with government and non-government organizations.

5. Social Responsibility & Community Outreach

  • Donating books to underprivileged children and schools
  • Organizing rural reading campaigns
  • Supporting sustainable literacy programs and social development efforts.

Pathak Shamabesh is not just a business; it is a value-driven initiative dedicated to empowering people through access to knowledge, culture, and responsible commerce.