ডা. এম এ কাসেম
ডা. এম এ কাসেম জন্ম ১৯১৮ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। তিনি ১৯৪৪ সালে। কোলকাতা মেডিকেল কলেজ থেকে এমবি এবং ১৯৫৪ সালে অল-ইন্ডিয়া ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেডিসিন থেকে পাবলিক হেলথে ডিপিএইচ ডিগ্রি অর্জন করেন। দেশভাগের পরে। ১৯৫০-৫১ সালে রাজশাহীতে কলেরা ভ্যাকসিন রিসার্চ ল্যাবরেটরিতে ব্যাকটেরিওলজিস্ট। ১৯৫২-৬৫ কুষ্টিয়া ডিস্ট্রিক্ট কাউন্সিলে ডিস্ট্রিক্ট হেলথ অফিসার হিসেবে যােগ দেন। ১৯৬৬ সালে। সরকারি চাকরি থেকে রিজাইন দিয়ে কুষ্টিয়া শহরে প্রাইভেট প্রাকটিস এবং পাশাপাশি লেখালেখিসহ সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হন। ১৯৭১ সালে মুক্তিযােদ্ধা, কৃষক ও সাধারণ । মানুষের চিকিৎসাসেবায় নিয়ােজিত হন। তিনি ছিলেন স্বাধীনচেতা, মানবতাবাদী ও বাম প্রগতিশীল । ঘরানার মানুষ। ১৯৭২ সালে প্রণীত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মূল সংবিধানে স্বাক্ষরকারী ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম ডা. এম এ কাসেম ২ জানুয়ারি, ১৯৯৪ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।