Abdul Aziz (Freedom Fighter)
আবদুল আজিজ (বীর মুক্তিযোদ্ধা) জন্ম ১৯৫২ সালে। পিতা ডা. আবদুল মালেক, মাতা মাজেদা খাতুন। বাল্য-শিক্ষা স্নেহময়ী মায়ের কাছে । কৃতিত্বের সাথে কাটে তাঁর শিক্ষাজীবন। কিশাের বয়সে স্কুল এলাকায় উনসত্তরের গণ-আন্দোলনে নেতৃত্ব দেন। ১৯৬৯ সালে পাকিস্তানে সামরিক শাসন জারী হলে রাষ্ট্রদ্রোহী মামলায় জড়ানাে হয় কিশাের লেখককে। ১৯৭১ সালে কলেজে ১ম বর্ষে অধ্যয়নরত অবস্থায় শুরু হয় মুক্তিযুদ্ধ। হাতে তুলে নেন অস্ত্র। মরণপণ লড়াই করেন ৮নং সেক্টরের বয়রা সাব সেক্টরে। গেরিলা ও সম্মুখ যুদ্ধে দুর্ধর্ষ এই যােদ্ধা ও তাঁর সহযােদ্ধারা ছিলেন পাকিস্তানী হানাদার বাহিনীর ত্রাস। শিক্ষাজীবন শেষে যােগ দেন সিভিল সার্ভিসে। প্রশাসন ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা। হিসেবে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন দীর্ঘ সময়। সর্বশেষ তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক ছিলেন। বর্তমানে অবসরপ্রাপ্ত । লেখালেখি ও সমাজকল্যাণমূলক কাজে নিজেকে নিয়ােজিত রেখেছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাহিত্যচর্চা রেখেছিলেন অব্যাহত। তাঁর লেখা উল্লেখযােগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- রক্তের দাগ (নাটক), বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা (গবেষণা গ্রন্থ), লাল সবুজের হাসি (উপন্যাস), কোনাে এক রাতে (গল্পসমগ্র) ইত্যাদি।