Dr. Fazlul Hoque Saikat
ড. ফজলুল হক সৈকত ফজলুল হক সৈকত প্রধানত প্রাবন্ধিক। দেশে-বিদেশে প্রকাশিত প্রবন্ধের সংখ্যা পাঁচ শতাধিক। লেখালেখির সূচনা কলেজে পড়ার সময়ে। কবিতা, শিশুতােষ রচনা এবং ছােটগল্পও লিখছেন। প্রথম গ্রন্থ তিরিশােত্তর কাব্যধারা ও আহসান হাবীবের কবিতা (২০০০)। গল্পের বই। বিড়ির আলােয় পরীর মুখ (২০১৫)। অনি-প্রীতির পাঠশালা (২০০৯), সুখী বালিকা ও তার বন্ধুরা (২০১৮), কিপ্টের ধন ও বােকা চোর (২০১৮) প্রভৃতি পাঠকপ্রিয় গ্রন্থ। কবিতায় সমাজ ও রাষ্ট্র (২০১৩) যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসে স্থান পেয়েছে । জসীমউদ্দীন: ঐতিহ্যের অহংকার (সম্পাদনা, ২০০৩), কথাশিল্পী আবু ইসহাক (সম্পাদনা, ২০০৭), সরদার জয়েনউদদীনের কথাসাহিত্য: সমাজ ও সমকাল (পিএইচডি অভিসন্দর্ভ, ২০০৮), জাতীয় বিশ্ববিদ্যালয়: বিভ্রান্তি ও বাস্তবতা (২০১০), কথানির্মাতা সেলিনা হােসেন (সম্পাদনা, ২০১১), ভাষাচর্চা ও শিক্ষা-পরিকল্পনা (২০১৩), সাহিত্যে গীতলতা ও প্রতিবাদ (২০১৩), বাংলা লেখার নিয়ম (২০১৫), সাহিত্য ও সৌন্দর্য (২০১৫), বই বইমেলা ও প্রকাশনা (২০১৫)সহ গ্রন্থ ৩৪টি। কবিতা ও প্রবন্ধচর্চার জন্য অনুশীলন সাহিত্য পুরস্কার (সুইডেন, ২০১৩)সহ পেয়েছেন বেশকিছু পুরস্কার ও সম্মাননা। তিনি বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক। শিখেছেন ফ্রেঞ্চ ও চাইনিজ ভাষা। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত।