Mahfuz Parvez
মাহফুজ পারভেজ কবি ও অধ্যাপক ড. মাহফুজ পারভেজ একজন কবি, গল্পকার ও রাষ্ট্রবিজ্ঞানী। ১৯৬৬ সালের ৮ মার্চ কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজারে জন্ম নেওয়া ড. মাহফুজ পারভেজের আদি নিবাস কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বিখ্যাত বি.টি বাড়ি। পিতা ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক. কিশোরগঞ্জ শহরের প্রথম এমবিবিএস ডা. এ এ মাজহারুল হক। মাতা সমাজসেবী নূরজাহান বেগম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইউজিসি ফেলোশীপে পিএইচডি তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড লার্নিং এর এলামনাই। আদি পেশা সাংবাদিকতা। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগে অধ্যাপক হিসেব কর্মরত। আলোচ্য বইটি ছাড়াও আমার সামনে নেই মহুয়ার বন, রান্নাঘর ভেঙ্গে পড়ে অরণ্যের অন্ধকারে, গন্ধর্বের অভিশাপ নামে আরো তিনটি কাব্যগ্রন্থ আছে তার। পার্টিশানস ও নীল উড়াল নামে নাছে দু’টি উপন্যাস গ্রন্থ। তার গল্পগন্থের নাম ন্যানো ভালোবাসা ও অন্যান্য গল্প। এছাড়াও আছে ভ্রমণ কাহিনী রক্তাক্ত নৈসর্গিক নেপালে। গবেষণা গ্রন্থ বিদ্রোহী পার্বত্য চট্টগ্রাম ও শান্তিচুক্তি, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ, বাংলাদেশের রাজনীতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একবিংশ শতকের বাংলাদেশ। এবারের মেলায় তার একাধিক গ্রন্থ প্রকাশ পাচ্ছ। এর মধ্যে উপন্যাস 'নীল উড়াল' ও 'পার্টিশনস', গবেষণা প্রবন্ধ 'ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলা গ্রাস' এবং শিশুতোষ 'মানচিত্রের গল্প' ও 'চট্টগ্রামে পর্তুগিজ'।