Skip to Content
Filters

author.name

Mohammad Habibur Rahman

মোহাম্মদ হাবিবুর রহমান ১৯৪২ সালের ১ জানুয়ারি হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন মােহাম্মদ হাবিবুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে ১৯৬৪ সালে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসাবে যােগদান করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জীবনের দীর্ঘ সময় শিক্ষকতায় কাটিয়েছেন। তারপর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসাবে যেমন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন, পালন করেছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বও। ১৯৯৬ সালের ২ ডিসেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য ও পরবর্তীকালে ১৯৯৭ সালে এই বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর মেট্টোপলিটন বিশ্ববিদ্যালয়, সিলেট-এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন আমৃত্যু। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৩টি। জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল ও সংবাদ মাধ্যমে প্রবন্ধ ও নিবন্ধ আকারে প্রকাশিত হয়েছে অসংখ্য লেখা। প্রগতিশীল, অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের স্বপক্ষের অন্যতম কণ্ঠস্বর প্রফেসর রহমান যুক্ত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা সংসদ, উদীচী সহ অসংখ্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে। ২০০৬ সালের ২৭ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।