Motahar Hossain Sufi
মোতাহার হোসেন সুফী শিক্ষাবিদ, গবেষক ও ভাষাসৈনিক । ১৯৩২ সালে ১লা অক্টোবর রংপুর শহরের মুনশীপাড়ার । অলিবাগে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত মুনশীপাড়া সাধারণ পাঠাগার থেকে হাতেলেখা দেয়ালপত্রিকা ‘মশাল’-এ ‘গল্প নয়’ গল্প প্রকাশের মাধ্যমে দশম শ্রেণীর ছাত্র। থাকাকালে সাহিত্যজগতে ঘটে তার আত্মপ্রকাশ। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে কারমাইকেল কলেজের ছাত্র থাকাকালে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ও ছাত্র সমাজে নেতত্ব দেন। সাহিত্যচর্চায় তাঁর গবেষণাকর্মের মধ্যে সর্বাধিক উল্লেখযােগ্য বাংলার হাজার বছরের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কিত গবেষক ও পাঠকনন্দিত প্রথম গবেষণাগ্রন্থ ‘ইতিহাসের মহানায়ক জাতির জনক’ (২০০০)। বাংলা একাডেমি কর্তৃক জীবনীগ্রন্থ তসলিমুদ্দীন আহমদ (১৯৯৩), কাজী মােহাম্মদ ইদরিস (১৯৮৯), বাংলা সাহিত্যে রঙ্গপুরের অবদান (২০০১), ইউনিভার্সিটি প্রেস লিমিটেড কর্তৃক বেগম রােকেয়া : জীবন ও সাহিত্য (১৯৮৬), ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক লেখকের সম্পাদনায় ‘তসলিমুদ্দীন আহমদ রচনাবলি’, অনন্যা প্রকাশনী কর্তৃক ‘প্রিয়তম নবী। (২০০৯)। রঙ্গপুর গবেষণা পরিষদ কর্তৃক প্রকাশিত ‘রঙ্গপুরের বরেণ্য ব্যক্তিত্ব' (২০০৭), 'মহাত্মা রাজা রামমােহন রায় (২০১০), ‘মুক্তিযুদ্ধে রঙ্গপুর' (২০১৩)। এছাড়াও প্রকাশিত গ্রন্থাদি ‘রঙ্গপুরের লােকসঙ্গীত' (২০১২) ‘রঙ্গপুরের নাট্যচর্চার ইতিহাস' (২০১২)। তিনি অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ (১৯৭৮) এবং রঙ্গপুর গবেষণা পরিষদের (২০০২) প্রতিষ্ঠাতা সভাপতি। সাহিত্যচর্চার স্বীকৃতিস্বরূপ ১৯৮৮ সালে তিনি রংপুর কল্যাণ ট্রাস্ট কর্তৃক স্বর্ণপদক, ১৯৯২ সালে ঢাকাস্থ রংপুর সাংস্কৃতিক পরিষদ কর্তৃক ‘র, সা, প পদক, ঢাকাস্থ স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট কর্তৃক ১৯৯৬ সালে রােকেয়া পদক, ১৯৯৯ সালের ২১শে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে উদীচী। শিল্পীগােষ্ঠী কর্তৃক ভাষাসৈনিক হিসেবে সংবর্ধিত। ২০১২ সালে ঠাকুরগাঁয়ে বাংলা একাডেমি কর্তৃক সম্মাননাপ্রাপ্ত। বাংলা একাডেমি পরিচালিত সাদত আলী আখন্দ সাহিত্য-পুরস্কার (২০০০) প্রাপ্ত। তিনি বাংলা একাডেমির জীবন-সদস্য (১০৭০) ও বাংলাদেশ এশিয়াটিক সােসাইটির জীবন-সদস্য (১৯২১)।