Shaikh Mehedi Hasan
শেখ মেহেদী হাসান জন্ম : সাতক্ষীরা, বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি। প্রবন্ধ ও গবেষণা : ঢাকার সংস্কৃতি (২০১৯), শিল্পী রওশন জামিল (২০১৯), কীর্তিমানের কথা (২০১৮), নৃত্যচর্চায় ঢাকার নারী (২০১২) ও রবীন্দ্র গীতিনৃত্য (২০১১)। গল্প : চাওয়া পাওয়ার গল্প (২০১৯)। সাক্ষাৎকার : বহুমাত্রিক আলাপচারিতা (২০১৯), কথামালা (২০১৭)। সংকলন ও সম্পাদনা : শামসুর রাহমানের প্রবন্ধসমগ্র (২০২১), শামসুর রাহমানের পত্রাবলী (২০২১), Hamiduzzaman Khan modern sculptor in Asia (২০১৮), বুলবুল চৌধুরী রচনাসমগ্র (২০১৭), ভাষা। আন্দোলনের পূর্বাপর (২০১৬), প্রাচ্য নৃত্যের রূপ ও বিকাশ (২০০৯), প্রাচ্যের লােকনৃত্য (২০০৯), প্রাচ্যের নৃত্যকলা (২০০৭), পুতুলনাচের আলাে-অন্ধকার (২০০৭) ও নাচন্তি বাজিল (২০০৪)। বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে ২৫টি গবেষণা-প্রবন্ধ। অর্জিত পুরস্কার ও সম্মাননার মধ্যে রয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ফেলােশিপ (২০১৭-২০১৮) ও বঙ্গবন্ধু লেখক ফোরাম সম্মাননা (২০১৮)। পেশাজীবনে গবেষণা ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত।