Skip to Content
Filters

author.name

আবদুস সবুর খান

আবদুস সবুর খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযােগী অধ্যাপক ড. আবদুস সবুর খান অনুবাদ, গবেষণা ও মৌলিক সাহিত্য সৃষ্টিতে সমান পারঙ্গম। জন্ম টাঙ্গাইল জেলার বাসাইল থানার বাসাইল গ্রামে। বাবা আলহাজ্জ আমিরুল ইসলাম খান এবং মা রােকেয়া খানমের সাত সন্তানের মধ্যে সর্বকণিষ্ঠ । ২০০০ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ও উর্দু বিভাগে ফারসি শিক্ষক হিসেবে যােগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু। তিনি ১৯৯৮ সনে ইরান সরকারের বৃত্তি নিয়ে ইরানের রাজধানী তেহরানের শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ে ফারসি ভাষা ও সাহিত্যের উচ্চতর প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। ২০০৩ সনে ইমাম খােমেনী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ফারসি ভায়ায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন এবং ২০০৬ /২০০৭ সনে তেহরানের আল্লামা তাবাতাবায়ি ইউনিভার্সিটিতে ফারসি ভাষা ও সাহিত্যের গবেষণা কোর্সে অংশগ্রহণ করেন। আধুনিক ফারসি ছােটগল্প বিষয়ে গবেষণার জন্য ২০০৮ সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন। ২০০৯-এ আধুনিক ফারসি ছােটগল্প : বিষয়বৈশিষ্ট্য, শিল্পরূপ, চিত্রিত জীবন ও সমাজ শিরােনামে বাংলা একাডেমী তাঁর এ গবেষণা অভিসন্দর্ভ গ্রন্থাকারে প্রকাশ করে। ২০০৮-এ প্রকাশিত হয় তাঁর কৃত হুমায়ূন আহমেদের উপন্যাস গৌরিপুর জংশন-এর ফারসি অনুবাদ ইস্তগাহে গৌরিপুর। সম্প্রতি তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেক মুজিবুর হরমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ফারসি ভাষায় অনুবাদ করেছেন। তিনি ইরান, তুরস্ক, ভারতসহ বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করছেন। দেশে-বিদেশে বিভিন্ন গবেষণা পত্রিকায় নিয়মিত তাঁর গবেষণা প্রবন্ধ প্রকাশিত হচ্ছে। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা