আহসানুল কবীর (অধ্যাপনা)
আহসানুল কবীর আহসানুল কবির-এর পেশা অধ্যাপনা। ক্যাডেট কলেজের মতো একটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা সাহিত্যের শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। ১৯৮১ সালে। দীর্ঘ ত্রিশ বছরের চাকরির শেষাংশে ঝিনাইদহ ক্যাডেট কলেজের উপাধ্যক্ষ পদ থেকে অবসর গ্রহণ করেন। জন্ম ১লা ডিসেম্বর, ১৯৫৩ ফিলিপনগর, দৌলতপুর, কুষ্টিয়ায়। শিক্ষা উচ্চ মাধ্যমিক কুষ্টিয়া সরকারি কলেজ, বিএ অনার্স (বাংলা), এমএ (বাংলা থিসিস গ্রুপ) রাজশাহী বিশ্ববিদ্যালয়। লালন, বঙ্গবন্ধু, নজরুল জীবনানন্দ দাশের উপর তাঁর গ্রন্থ রয়েছে। মননশীল এ মানুষটি যুগান্তর, সংবাদ, উত্তরাধিকার, চিহ্নসহ বিভিন্ন পত্রিকায় সাহিত্য সমাজ এবং রাষ্ট্রে বিষয়ে লিখছেন। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ, লালন, নজরুল, সুনীল এবং সেই সাথে গণতান্ত্রিক সমাজে বিশ্বাসী একজন মানুষ, বাঙালি এবং বাংলাদেশের ঐতিহ্য অনুসন্ধানে বঙ্গবন্ধুকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এবং রবীন্দ্রনাথকে আমাদের লোক বলে গৌরব বোধ করে থাকেন।