ইমরান উজ-জামান
ইমরান উজ-জামান সাংবাদিক, লেখক, পরিব্রাজক । জন্ম মুন্সীগঞ্জের টরকী গ্রামে, ২৩ সেপ্টেম্বর ১৯৭৭। টরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা শুরু, ফুলতলা মােহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষার সমাপন। ঢাকার সরকারি শহীদ সােহরাওয়ার্দী কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়ে পড়াশুনার সমাপ্তি । জন্ম ও শৈশব কেটেছে মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরের কালিগঙ্গার পাড়ে। কালিদাস সাগর, মাঝিবাড়ির অশ্বত্থ, টেকের লামসি, মেঘনা নদীর সীমার অসীম আকাশ জীবনের প্রেরণা। প্রকৃতি আর মানুষ নিয়ে জীবনযাপন। স্মৃতিতে সাগর আর পাহাড়। জীবনের আদর্শ মা। বাবা আনােয়ার হােসেন মৃধা, মা জায়েদা বেগম দুজনই গত হয়েছেন। লেখালেখি জীবনের জন্মদাতা ভাই আলােকচিত্রী মােহাম্মদ আসাদ। জীবন শুধু যাপনের জন্য নয়, উদ্যাপিত জীবনে জয়গান গেয়ে ফেরেন লােকালয় থেকে লােকালয়ে।। চার ভাই, তিন বােনের মধ্যে সবার ছােটো। দুই মেয়ে অদ্বিতীয়া পুন্যি, অনিন্দিতা হাসনেবানু ও স্ত্রী সাবিহা সুলতানাকে নিয়ে সংসার। বসবাস ঢাকায়। তার গড়া রঙ্গে ভরা বঙ্গ' নামের সংগঠন বাংলার চিরায়ত মেলা-পার্বণকে নাগরিক সমাজে পরিচয় করিয়ে দেওয়া ও ঐতিহ্যমণ্ডিত মেলা রক্ষা নিয়ে কাজ করছে। সংগঠনের ব্যানারে প্রতিবছর রসের মেলার আয়ােজন করে থাকে। তার গড়া প্রতিটি শিশুর জন্য বিনােদন একটি আন্দোলন, যা প্রান্তিক অঞ্চলের শিশুদের বিনােদন ও জীবনের লক্ষ্য, করণীয় নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করে থাকে। তার জীবনে তারুণ্যের স্বর্ণালি সময় কেটেছে চাকরি সূত্রে মধ্যপ্রাচ্যে। কাজ করেছেন রিয়াদ ডেইলিতে, বিভিন্ন পত্রিকায় ছদ্মনামে প্রচুর লেখালেখি করেছেন। ছদ্মনামসমূহ : মােহাম্মদ ইমরান, লীলা বর্তন, সবুজ বিশ্বাস, রাইমন মােহাম্মদ, সিদ্ধার্থ সাঁই, সানিয়া স্যান্ডালিনা। এছাড়া স্ত্রী সাবিহা সুলতানার নাম ও ভাতিজা ইফফাদ আব্দুল্লাহ, আব্দুল্লাহ পায়েল ও মেয়ে অনিন্দিতা রাজকন্যা এসব নামে লেখা ছাপা হয়েছে তার। তার প্রকাশিত বইসমূহ- শিশুতােষ গারাে পাহাড়ে রঙ্গের মেলা, ঢাকা বিষয়ক বই 'বাণিজ্যের ঢাকা’ ও মেলা-পার্বণ বিষয়ক বই ‘বাংলার মেলা বাংলার পার্বণ'। বর্তমানে বাংলাদেশ টেলিভিশনের বার্তা শাখায় কর্মরত আছেন।