এস.এম. আব্রাহাম লিংকন
এস.এম.আব্রাহাম লিংকন পিতা মহিউদ্দিন আহমেদ, মাতা আমেনা খাতুন। মাধ্যমিক খলিলগঞ্জ উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কুড়িগ্রাম সরকারি কলেজ এবং আইনে সম্মান ও এলএল.এম ডিগ্রি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন। নব্বইয়ের ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম সারথী। তিনি রাকসু'র এজিএস এবং বিশ্ববিদ্যালয়ের সিনেটর পদে নির্বাচিত হন। সামরিক স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরােধী সংগ্রামের একজন সক্রিয় নেতা। সামরিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে বহুবার কারাবরণ ও নির্যাতনের শিকার। পেশাগত জীবনে তিনি একজন দক্ষ আইনজীবী। সীমান্ত হত্যার শিকার পৃথিবীখ্যাত ‘ফেলানী হত্যা মামলায় ভারতীয় আদালতে তিনি বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী একমাত্র আইনজীবী। তিনি আইনজীবী হলেও নিয়মিত গবেষণা ও সাহিত্য চর্চার সাথে যুক্ত। আইন, মানবাধিকার, রাজনীতি, মুক্তিযুদ্ধ এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে জাতীয় পত্র-পত্রিকায় নিয়মিত কলাম লিখেন। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য, এসিয়াটিক সােসাইটির গবেষক, রংপুর গবেষণা পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা। কুড়িগ্রাম আইন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। তিনি নিজ গৃহে উত্তরবঙ্গ জাদুঘর নামে একটি সমৃদ্ধ সংগ্রহশালার প্রতিষ্ঠাতা।। তিনি সমাজ, সংস্কৃতি ও পেশাগত জীবনে অবদান রাখায় দেশ-বিদেশে নানা সম্মাননা পেয়েছেন। তাঁর রচিত উল্লেখযােগ্য গ্রন্থ: মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস: রংপুর, শেষ যুদ্ধের ডাক দিয়ে যাই, মুক্তিযুদ্ধের কিশাের ইতিহাস কুড়িগ্রাম জেলা, ছিটমহলে সংগ্রাম ও মুক্তি, ১৯৭১: ইপিআরের সেইসব বরেণ্যযােদ্ধা, উত্তর রণাঙ্গনে সংখ্যালঘু গণহত্যা ও নারী নির্যাতন। একাত্তরের অগ্রদূতসহ বহু সম্পাদনা ও যৌথগ্রন্থ রয়েছে তার। তার স্ত্রী নাজমুন নাহার সুইটি অধ্যাপনা করেন। তাদের একমাত্র সন্তান শাশ্বত গৌরব সিদ্ধার্থ।