জাকিয়া পারভীন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ ড. জাকিয়া পারভীন ইতিহাস সচেতন ও আধুনিক চেতনা সম্পন্ন একজন একাডেমিক ব্যক্তিত্ব। তিনি এই বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান। বিভাগে ১৯৮৭ সাল থেকে শিক্ষকতায় নিয়ােজিত। অধ্যাপক ড. জাকিয়া পারভীন একাধারে একজন শিক্ষক, সফল গবেষক ও দক্ষ প্রশাসক। ইতিমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন প্রখ্যাত জার্নালে পঞ্চাশটির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাছাড়া, বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্পের পরিচালক ও পরামর্শক হিসেবেও কাজ করছেন। অধ্যাপক পারভীন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও সিলেকশন বাের্ডের সদস্য হিসেবে কর্তব্য পালন করছেন। ড. পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে ১৯৭৬ এবং ১৯৭৭ সালে কৃতিত্বের সাথে যথাক্রমে স্নাতক (সম্মান) এবং মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি নরওয়ের ইউনির্ভাসি অবওস থেকে পােস্টগ্রাজুয়েট ও সম্মানজনক কমনওয়েলথ বৃত্তি নিয়ে ইংলেন্ডের এবারভীন। বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরাল ডিগ্রি সম্পন্ন করেন। তিনি কমনওয়েলথ ফেলাে হিসেবে ইংলেন্ডের ইউনির্ভাসিটি ইয়র্ক থেকে পােস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। ড. পারভীন বাকেরগঞ্জ নিবাসী মাে. ফজল তালুকদার ও অলিমন্নেছা বেগমের কনিষ্ঠ কন্যা। বাবা ছিলেন সরকারী কর্মকর্তা। অধ্যাপক পারভীন দুই সন্তানের জননী। স্বামী বীর মুক্তিযােদ্ধা সৈয়দ জুলফিকার আলী জাতীয় আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত একজন ভাস্কর শিল্পী। ড. পারভীন বিভিন্ন সামাজিক ও পেশাগত সংগঠনের সাথেও জড়িত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের হয়ে শিক্ষক সমিতির একজন নির্বাচিত কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির একজন সক্রিয় সদস্য।