ড. নজরুল ইসলাম (কলকাতা)
ড. নজরুল ইসলাম জন্ম ৩ ফেব্রুয়ারী ১৯৫৪, পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার বসন্তপুর গ্রামে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি এস-সি, এম এ, পি-এইচ ডি, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এম বি এ। মাঠের কাজ এবং গৃহশিক্ষকতা দিয়ে কর্মজীবনের শুরু। তারপর রাইটার্সে এল ডি অ্যাসিস্ট্যান্ট, নিউ সেক্রেটারিয়েটে এ আর সি এস হয়ে সেন্ট্রাল সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে ১৯৮১ খ্রীষ্টাব্দে আই পি এস। বােলপুরের এস ডি পি ও; বাঁকুড়া, শিলিগুড়ি, কলকাতা বিমানবন্দরের অ্যাডিশনাল এস পি; কলকাতা পুলিশের ডি সি পি, ই বি; ডি সি পি, ডি ডি; এবং ডি সি পি, হেডকোয়ার্টার্স; এবং রাজ্য পুলিশের আই জি পি, ইবি; ডাইরেক্টর, প্রসিকিউশান; এ ডি জি পি, ট্রাফিক হিসেবে কাজ করে এখন কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রকের এক্সিকিউটিভ ডাইরেক্টর, সিকিউরিটি। বসন্তপুর এডুকেশন সােসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সােসাইটির মাধ্যমে স্থাপিত হয়েছে। মডেল স্কুল, কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক, এডুকেশান কলেজ, কেরিয়ার গাইডেন্স সার্কেল প্রভৃতি। স্কুল-জীবন থেকে লেখা শুরু। স্কুল-ম্যাগাজিনের সম্পাদকও ছিলেন। প্রথম গ্রন্থ প্রকাশ ১৯৯১ খ্রীষ্টাব্দে। ২০১১ কলকাতা পুস্তকমেলা পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৬৭। আনন্দ, শরৎ, সুশীলা দেবী বিড়লা স্মৃতি, গজেন্দ্রকুমার সুমথনাথ স্মৃতি প্রভৃতি পুরস্কারে সম্মানিত। যে কোন কঠিন বিষয়ও খুব সরল ভাষায় সহজবােধ্যভাবে রাখ-ঢাক না করে প্রকাশ করা তার লেখার অন্যতম বৈশিষ্ট্য। কর্মজীবনে তিনি যে দক্ষতা, স্বচ্ছতা, সততা ও নিরপেক্ষতায় বিশ্বাস করেন, লেখায়ও সেটা সােজাসুজি প্রকাশ করেন, যার জন্য তাঁর লেখা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। বারবার, যেমন হয়েছে বকুল নিয়ে, ভূমিপুত্র নিয়ে এবং পুলিশ প্রসঙ্গ নিয়ে।