ড. রণজিত সিংহ
ড. রণজিত সিংহ জন্ম ১৯৫৫ সালে বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ঘােড়ামারা গ্রামে। সিলেট এমসি কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ২০১১ সালে ক্যালিফোর্নিয়ার আমেরিকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাজপুর ডিগ্রি কলেজ, সিলেট-এ পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান। ১৯৭৬-৮০-এ বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রে মণিপুরীদের জন্য আয়ােজিত মণিপুরী অনুষ্ঠান’র গ্রন্থনা ও পরিচালনার পথিকৃতের ভূমিকা পালন করেন। আমন্ত্রিত অতিথি হিসেবে প্রবন্ধ পাঠ করেছেন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে। তন্মধ্যে অমর একুশে, বাংলা একাডেমি আয়ােজিত সেমিনার ২০০০, উপজাতীয় সাংস্কৃতিক মেলা উপলক্ষে আয়ােজিত সেমিনার, রাঙামাটি ১৯৮৩, ভারতের আসাম রাজ্যে বি ম ইতিহাস বিষয়ক সেমিনার শিলচর ২০০১, বাংলাদেশ এশিয়াটিক সােসাইটিতে অনুষ্ঠিত ইতিহাস পরিষদ কর্তৃক আয়ােজিত আন্তর্জাতিক ইতিহাস বিষয়ক সেমিনার ২০১১, First International Literary Conference Bangla Academy, Dhaka 2011, Second National Research Conference Dhaka 2013, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত ‘আদিবাসী জনগােষ্ঠী ও সিলেটের পরিবেশ বিষয়ক কনভেনশন ২০১২-এর Bacground and History of Indigenous people শীর্ষক Technical Session-এর চেয়ারপার্সন। চারদশকে নিরলস সাহিত্যকর্মের জন্য পেয়েছেন বিভিন্ন সম্মাননা।