ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)
ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল) বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে লিভার বিভাগের চেয়ারম্যান হিসাবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি ভারতের ঝাড়খন্ডের অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সাইন্সেস এবং জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারােলজি ও মেটাবােলজি বিভাগের ভিজিটিং প্রফেসর। অধ্যাপক স্বপ্নীল বাংলাদেশের একজন শীর্ষ চিকিৎসা বিজ্ঞানী। বিভিন্ন আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালে তার প্রকাশিত বৈজ্ঞানিক প্রবন্ধের সংখ্যা আড়াই শতাধিক। বিভিন্ন আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা থেকে তার সম্পাদিত লিভার বিষয়ক টেক্স বইগুলাে হলাে, লিভার (২০০৯), কম্প্রিহেনসিভ টেক্স বুক অব হেপাটাইটিস বি (২০১০), ফ্যাটি লিভার ডিজিজ (২০১২), টেক্স বুক অব হেপাটোগ্যাস্ট্রোএন্টারােলজি (২০১৫), হেপাটাইটিস ম্যানেজমেন্ট আপডেট (২০১৫), প্র্যাকটিক্যাল হেপাটোগ্যাস্ট্রোএন্টারােলজি প্রেসক্রাইবার (২০১৬)। তিনি হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধ ন্যাসভ্যাকের সহ-উদ্ভাবক। এই উদ্ভাবনের জন্য তিনি কিউবার সর্বোচ্চ বৈজ্ঞানিক পদক ‘প্রিমিও ন্যাসিওনাল’ লাভ করেন। পেশার পাশাপাশি অধ্যাপক স্বপ্নীলের লেখালেখির আঙ্গিনায় বিচরণ দীর্ঘদিনের। তিনি জাতীয় দৈনিক এবং নিউজ পাের্টালে নিয়মিত ইংরেজি এবং বাংলায় কলাম। লিখে থাকেন। এ পর্যন্ত প্রকাশিত তার অনুবাদ গ্রন্থ এবং প্রবন্ধ সংকলনের মধ্যে রয়েছে, প্রেক্ষাপট : বাংলাদেশের মুক্তিযুদ্ধ (১৯৯৩), একাত্তরের বিজয় (১৯৯৪), সেকাল একালের কড়চা (২০১৮), লিভার চিকিৎসায় নতুন সম্ভাবনা (২০১৮), এখন সময় বাংলাদেশের (২০১৯), পথ হারাবে না বাংলাদেশ (২০২০)। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। তিনি বিভিন্ন প্রগতিশীল নাগরিক আন্দোলনের সাথে। সম্পৃক্ত। সম্প্রীতি বাংলাদেশের তিনি সদস্য সচিব।