নাজনীন স্বপ্না
নাজনীন স্বপ্না আমাদের বাঙলা কথাসাহিত্যে নাজনীন স্বপ্ন ইতােমধ্যে অনুসন্ধিৎসু পাঠকদের মাঝে কৌতুহলের সৃষ্টি করেছেন তার দেশজ, সমাজ, লােকাচার, বাঙালি পরম্পরার চিত্র নির্মাণের মাধ্যমে। ছেলেবেলার পাঠ শুরু হয় জন্মের গ্রাম পিরােজপুরে। জন্ম ১০ জানুয়ারি। মা সালেহা বেগমের স্নেহের আঁচলে এসএসসি শেষ করেন। এরপর এইচএসসি পাঠ নেন পিরােজপুর শহীদ সােহরাওয়ার্দী মহাবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে। ইডেন বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে স্নাতকোত্তর শেষ করেন রসায়নে। শৈশব থেকেই পাখি, ফুল, গ্রাম-প্রকৃতির সবুজ শ্যামলিমা আর দেশজ মানুষের চলাফেরা, নগরের ব্যস্ত জীবনধারা বেশ ঔৎসুক্যের সৃষ্টি করতাে তার মধ্যে। চেয়ে চেয়ে দেখতেন তিনি এসব লােকজ জীবনের আচরণ, পালা-পার্বণ। ছিল বই পড়ার অদম্য নেশা। এসব নিয়েই ইতােমধ্যে প্রকাশ করেন ‘নীলকণ্ঠ’ কাব্যগ্রন্থ, ‘অধরা' গল্পগ্রন্থ। বাঙালির স্বাধিকার আন্দোলন, স্বাধীন দেশের চিত্রপট তাকে বেশ আন্দোলিত করতাে। আর এ বােধটি তাকে প্রখর চেতনাদীপ্ত করে তােলেন বঙ্গবন্ধু নামের এক মহানায়ক। এ বােধােদয় থেকেই এবার বঙ্গবন্ধুর ওপর তার বিভিন্ন সময়ের লেখা নিয়ে প্রকাশ হলাে ‘বাংলার সূর্য সারথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একদিন যে মহানায়কের ডাকে বিশ্ববিদ্যালয়ের তরুণতরুণীরা ক্যাম্পাস ছেড়ে, শ্রমজীবীরা চাষাবাদ ছেড়ে, মুটেবাহকরা কাজ ফেলে, বুদ্ধিজীবীরা প্রবাসে শরণার্থী হয়ে চলে যান যুদ্ধ করতে এক স্বাধীন ভূখণ্ডের অন্বেষায়- সেই মহানায়কের ওপর প্রবন্ধমালা হয়তাে আপনাদেরও ভালাে লাগবে।