নূরুল ইসলাম মনজুর
ড. নূরুল ইসলাম মনজুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। বিভাগ থেকে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৮৪ সালের শুরুতে তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও । সংস্কৃতি বিভাগে লেকচারার পদে যােগদান করেন। ড. মনজুর ১৯৮৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে সহকারী। অধ্যাপক হিসেবে যােগদান করেন। ১৯৯৪ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে তিনি অর্জন করেন পিএইচডি ডিগ্রি। আর গবেষণার মূল ক্ষেত্র উনিশ ও বিশ শতকের বাংলাদেশের। সামাজিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক ইতিহাস। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে তিনি দীর্ঘসময়। গবেষণা করেছেন। ড. মনজুরের প্রকাশিত গ্রন্থগুলাে হলাে : রামমােহন রায় ও তল্কালীন বাংলার সমাজ (১৯৯০), বাংলাদেশের মুক্তিযুদ্ধ : নানা প্রসঙ্গ (লেখক, সম্পাদক ১৯৯৭), ঐতিহাসিক যদুনাথ সরকার (১৯৯৮), মুক্তিযুদ্ধে কসবা (সম্পাদক ১৯৯৯), মুক্তিযুদ্ধে বরিশাল (সম্পাদক ২০০৩), মুক্তিযুদ্ধের দিনাজপুর। (সম্পাদক ২০০৪), শতবর্ষ পরে ফিরে দেখা। ইতিহাস : বঙ্গবন্ধু ও মুসলিম লীগ (২০১০), বিশ শতকে বাঙালি মুসলিম মানসের বিবর্তন ধারা (২০১৩)। এছাড়া বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক ইতিহাস নিয়ে তার চল্লিশটিরও বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।