Skip to Content
Filters

author.name

মোস্তফা আহাদ তালুকদার

ডক্টর মােস্তফা আহাদ তালুকদার জন্ম বগুড়া জেলার শেরপুর উপজেলার প্রফেসর পাড়ায় ৬ সেপ্টেম্বর ১৯৭৭ সালে। পিতা : অধ্যাপক নুর মােহাম্মদ তালুকদার, মাতা : মােছা. মহিনুর বেগম আলাে। তিনি ছােটবেলা থেকেই অত্যন্ত মেধাবী। ১৯৯৩ সালে এসএসসি ও ১৯৯৫ সালে এইচএসসি উভয় পরীক্ষাতেই মানবিক বিভাগ থেকে স্টার মার্কস-সহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি ঢাকা । বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে। ১৯৯৮ সালে অনার্স, ১৯৯৯ সালে মাস্টার্স (উভয় পরীক্ষায় তৃতীয় স্থান), ২০০৭ সালে এমফিল এবং ২০১৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার এমফিল অভিসন্দর্ভের শিরােনামা- বগুড়া জেলায় প্রাপ্ত পুরােনাে। বাংলা দলিলপত্র : বিণ ও বিশ্লেষণ এবং পিএইচডি অভিসন্দর্ভের শিরােনাম-কবি আসাদ আলী চৌধুরী প্রণীত দ্বিজনন্দিনী : সম্পাদনা ও আলােচনা। পাণ্ডুলিপি প্রিয় বিষয় হলেও মননশীল প্রবন্ধ ও কবিতায় তার রয়েছে গভীর অনুরাগ। শিক্ষকতা পেশা আর গবেষণা তার নেশা। তিনি ঢাকার আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা । কমার্স কলেজ, মিরপুর; লালমনিরহাট সরকারি কলেজ ও সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ায় অত্যন্ত সুনামের । সঙ্গে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়ায় বাংলা বিভাগের সহকারি অধ্যাপক পদে কর্মরত আছেন। তাঁর প্রকাশিত মননশীল গবেষণামূলক প্রবন্ধগুলাে হলােজীবনানন্দের চেতনায় সমকাল, কবি কামিনী রায়ের। কবিতায় আঙ্গিক ও শিল্পপ্রকরণ, ফজরে উঠিয়া আমি দিলে দিলে বলি : প্রেক্ষাপট ১৯৫২', ‘প্রত্যভি-জ্ঞান : প্রসঙ্গ গীতাঞ্জলির দর্শনভাবনা, মাদারপীর ও মাদারপীরের পালা: বগুড়ার একটি পুরােনাে লােকবিশ্বাস ও লােকসাহিত্য-ঐতিহ্য ইত্যাদি। বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি’ ও ‘পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালােচনা পদ্ধতি তার বহুল । প্রচারিত দুইটি গ্রন্থ।