মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন
ড. মােহাম্মদ জাহাঙ্গীর হােসেন-এর জন্ম ১৯৫৮ সালের ১২ই ফেব্রুয়ারি ফরিদপুরের মধুখালির নিশ্চিন্তপুর গ্রামে। তাঁর মা মেহেরুননেসা ও বাবা আনসার উদ্দিন মােল্লা। মুক্তিযােদ্ধা মােহাম্মদ জাহাঙ্গীর হােসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযােগাযােগ ও সাংবাদিকতা বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, বাংলাদেশ ফিল্ম। আর্কাইভ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারের বিভিন্ন দপ্তর অধিদপ্তরে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধ, সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র ও বিতর্ক তাঁর আগ্রহের বিষয়। গবেষণা, প্রশিক্ষণ এবং দাপ্তরিক কাজে তিনি এশিয়া, ইউরােপ ও আফ্রিকার ১৫টি দেশ ভ্রমণ করেছেন। তিনি ১৯৮১ সালে ছােটগল্পের জন্য বাংলাদেশ পরিষদ সাহিত্য পুরস্কার অর্জন করেন। ১৯৮২ সালে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক ও জাতীয় টেলিভিশন বিতর্কের শ্রেষ্ঠবক্তা হন। লেখকের উল্লেখযােগ্য গ্রন্থ : হীরালাল উপাখ্যান এক আলােছায়ার চিত্রনাট্য (২০১৯), বাংলাদেশের চলচ্চিত্র উৎস সন্ধান ও অন্য আলােচনা (২০১৯), পিঁপড়েরা ভাসমান (২০১৮), আমি প্রবাহিত হই (২০১৬), বাংলাদেশের চলচ্চিত্র সাম্প্রতিক প্রসঙ্গ (২০১৩), ক্যানেল ঘাটের কান্না (২০১৩), মহাভারতে প্রশাসন ও যােগাযােগের উপাদান (২০১১), The Communication Pattern of Bureaucracy in Bangladesh : Internal and Public Dealings (2011), অরণ্যে জনপদে (২০১০), ক্যাম্বােডিয়ার লােককাহিনী (২০০২), মানিকগঞ্জ জেলার ইতিহাস, শিক্ষা খণ্ড (১৯৮৭)।