শাহানারা হোসেন
শাহানারা হােসেনের জন্ম ১৯৩৭ সালের ১ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার সম্ভান্ত ও শিক্ষিত পরিবারে। তাঁর শিক্ষাজীবন শুরু কলকাতায় । ১৯৪৭ সালের আগস্টে ভারতীয় উপমহাদেশ দ্বিজাতিতত্ত্বে বিভক্ত হওয়ার কিছু পূর্বেই ঢাকায় পরিবারের সবার সাথে চলে আসেন। ঢাকা ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইতিহাসে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন। ১৯৬০ সালের ৫ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের শিক্ষক হিসেবে শুরু হয় তাঁর কর্মজীবন। সুদীর্ঘ বৈচিত্র্যপূর্ণ কর্মজীবনে শিক্ষকতার প্রথম দেড় দশক প্রাচীন বাংলার ইতিহাস ও প্রত্নতত্ত্বই ছিল গবেষণার মূল বিষয়। তারপর ধীরে ধীরে নারীর ইতিহাস বিষয়ে আকৃষ্ট হন। শৈশব হতেই দেখেছেন জীবনের সকল ক্ষেত্রে নারীপুরুষের অসমতা, নারীর প্রতি অবিচার ও সহিংসতা। পরিণত বয়সে তাঁর সচেতন ও সংবেদনশীল মন নারীর মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সক্রিয় হতে শুরু করে । ইতিহাসের শিক্ষার্থী ও গবেষকরূপে তাঁর এ অভিজ্ঞতাও হয় যে, সর্বকালে ও সর্বদেশে ইতিহাসে নারী উপেক্ষিতা। এই ইতিহাসে উপেক্ষিতা নারী সমাজের ইতিহাস প্রণয়নেই বর্তমানে তিনি বিশেষ মনােযােগী। তার কয়েকটি গ্রন্থ ও প্রায় ৬০টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। শাহানারা হােসেন প্রাচ্য ও পাশ্চাত্যের বহু দেশ ভ্রমণ করেছেন UNESCO International Fellow হিসেবে যুক্তরাজ্য ও ভারতে নারীর ইতিহাস সম্পর্কে গবেষণা করেছেন (১৯৮০- ৮১)। UNESCO-র আমন্ত্রণে এথেন্সে বাংলাদেশের নারী সমাজের অবস্থান ও তাদের উন্নয়ন সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেছেন। Scholar's Exchange Program-এর উদ্যোগে ও পৃষ্ঠপােষকতায় মার্কিন যুক্তরাষ্ট্রের Indina University-তে ১৯৯১-এর জুন-আগস্টে Feminist Literary Criticism- বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করে রােকেয়া সম্পর্কে প্রবন্ধ পঠ করেছেন। তিনি বাংলা একাডেমির নত ফেলাে এবং বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউ.জি.সি. প্রফে