Skip to Content
Filters

author.name

সঞ্জয় হাজারিকা

সঞ্জয় হাজারিকা তিরুনেল্লাই নারায়ণাইয়ার শেষনের জন্ম কেরালার পালঘাটে ১৯৩২-এ। মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে তিনি পদার্থবিদ্যা নিয়ে পড়াশােনা করেন। মাদ্রাজ ক্রিস্টিয়ান কলেজে তিন বছর অধ্যাপনা। এরপর হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ। ১৯৫৩-তে আই. পি. এস এবং ১৯৫৪-য় আই. এ. এস পরীক্ষায় প্রথম স্থানাধিকারী । শ্ৰীমতী জয়লক্ষ্মীর সঙ্গে ১৯৫৯-এ বিবাহ। তামিলনাড়ু ক্যাডারের আই. এ. এস শ্রীশেষন পর্যায়ক্রমে সেই। রাজ্যের সরকারি প্রশাসনের উচ্চ থেকে উচ্চতর পদে আসীন হন। পরবর্তীকালে তিনি ভারত সরকারের অধীনে বিভিন্ন পদে কাজ করেছেন : আণবিক মন্ত্রকের অধিকর্তা ; বাঙ্গালােরে অবস্থিত মহাকাশ মন্ত্রকের। যুগ্মসচিব ; তেল ও প্রাকৃতিক গ্যাস কমিশনের সদস্য ; মহাকাশ মন্ত্রকের অতিরিক্ত সচিব ; প্রধানমন্ত্রীর নিরাপত্তা সচিব (১৯৮৭); প্রতিরক্ষা সচিব (১৯৮৮); ক্যাবিনেট সচিব এবং প্ল্যানিং কমিশনের সদস্য (১৯৮৯)। ১৯৯০ সালে তিনি মুখ্য নির্বাচন আধিকারিকের পদে নিযুক্ত হন। নিজেকে রহস্য করে শ্রীশেষন বলেন । ‘অ্যালসেশন'। তিনি কথা বলতে পারেন ন’টি ভাষায়। ভালবাসেন কর্তব্যনিষ্ঠ জীবন ও নীরব কর্মপ্রবাহের পরিবেশ। শব্দসন্ধান করতে ভালবাসেন। ব্ল্যাক-টি পানে আসক্ত শ্রীশেষন কর্ণাটকী সঙ্গীতের একজন মুগ্ধ শ্রোতা। সঞ্জয় হাজারিকার জন্ম শিলং-এ, ১৯৫৪ সালে। লন্ডনে সাংবাদিকতা ও মুদ্রণ শিল্প নিয়ে পড়াশােনা। গবেষণা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। ১৯৮১ থেকে নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে সাংবাদিকতা-সূত্রে যুক্ত। শ্রীহাজারিকার লেখা দুটি প্রখ্যাত বই ‘অসম ; এ ক্রাইসিস অফ। আইডেনটিটি (১৯৮০), ‘ভােপাল : দ্য লেসেনস অফ এ ট্রাজেডি (পেঙ্গুইন, ১৯৮৮)। শেষােক্ত গ্রন্থটি লন্ডনের ‘দ্য অবজারভার কর্তৃক ১৯৮৮ সালের শ্রেষ্ঠ দশটি। বিজ্ঞাননির্ভর বইয়ের মধ্যে অন্যতম বলে বিবেচিত। তাঁর সবচেয়ে বেশি বিক্রিত গ্রন্থ ‘স্ট্রেঞ্জার অফ দি মিস্ট : টেলস অফ ওয়ার অ্যান্ড পিস ফ্রম নর্থ ইস্ট এশিয়া (ভাইকিং, ১৯৯৪)। স্ত্রী মিনাল ও কন্যা মেঘনাকে নিয়ে সঞ্জয় দিল্লিতে থাকেন। তাঁর শখ ও পছন্দ পড়াশােনা, লেখালেখি ও ভ্রমণ। ভালবাসেন ক্রিকেট। প্রতিদিন হালকা দৌড়ঝাঁপ আর বেশ কিছুটা হাঁটার অভ্যাস বজায় রেখেছেন।