Delivery Charge (Based on Location & Book Weight)
Inside Dhaka City: Starts from Tk. 70 (Based on book weight)
Outside Dhaka (Anywhere in Bangladesh): Starts from Tk. 150 (Weight-wise calculation applies)
International Delivery: Charges vary by country and book weight — will be informed after order confirmation.
3 Days Happy ReturnChange of mind is not applicable
Multiple Payment Methods
Credit/Debit Card, bKash, Rocket, Nagad, and Cash on Delivery also available.
আলী ইমাম এবং শিশুসাহিত্য দুটোই সমার্থক। প্রায় ৪৫ বছর ধরে নিরন্তর স্বপনবিলাসী শিশুসাহিত্য রচনার এক লক্ষ রাজকুমার তিনি।শিশু মানস , শিশুজগত ,শিশু কল্পনাকে ধারণ করে বহু বিচিত্র রচনা সম্ভারে সমৃদ্ধ করেছেন তিনি বাংলা শিশু সাহিত্য। চিরায়ত রচনাভঙ্গি, ধ্রুপদ কাহিনী নির্মাণ এবং ক্লাসিক্যাল শিশুসাহিত্যর মর্মকে তিনি কর্মে রুপান্তর করেছেন। পাঁচ শতাধিক গ্রন্থের আয়নায় আলী ইমামকে প্রতিবিম্বিত করলে বিস্মিত হতে হয়। শিশু সাহিত্য জগতে যাবতীয় অনুসঙ্গ ও কলকব্জাকে বন্দি করেছেন তিনি আত্নস্থ করেছেন। শব্দজালে বন্দি করেছেন মধুর রুপকল্পনাকে । আলী ইমাম সেই বিরল বাক্য শ্রমিকদের একজন ত্যাগ ও মোহের ছলনে যিনি শিশুসাহিত্যের স্বপ্নময় পথ থেকে কখনই সরে দাঁড়াননি।
কমপ্লিট শিশুসাহিত্যিক বরতে যা বুঝায় আলী ইমাম তারই স্বয়ম্ভু প্রতীক। শুধু অর্থ হীন কল্পনার উড্ডীন ফানুস নয় , আলী ইমামের রচনা বাস্তব পৃথিবীর ধুলিকণাকেও স্পর্শ করেছে। আলী ইমামের মূল ক্ষেত্র গদ্য রচনা। গল্প, উপন্যাস, ফিসার,ভ্রমণ কাহিনি, বিজ্ঞানবিষয়ক রচনা, প্রবন্ধ বিন্দু বিন্দু বহু রত্নকণায় তিনি আমাদের শিশু সাহিত্যকে পত্রপুষ্প পল্লবে সজ্জিত করেছেন। আলী ইমাম নিজস্ব অবস্থান তৈরি করেছেন স্বাধীনতা পরবর্তী সময় থেকে। নিষ্ফল, অনুর্বর ,উদ্দেশ্যপ্রণোদিত অভিভাবকহীন , আমাদের শিশূ সাহিত্যকে তিনি সাবলক করেছেন। অজস্র, অবিরাম, ক্লান্তিহীন রচনা তার। দূর লক্ষ্যপানে এককী অভিলাষী যাত্রা তার।আলোর মশাল হাতে ,গভীর ও সুপ্তি-ভাঙানিয়া ,তিমিরবিদারী অভ্যুদয়ের সৈনিক তিনি। এক সামগ্রিক জীবন-মগ্নতায় শিশুচেতন্যকে যিনি লালন করেন, তার মতো সার্থক নামা শিশূসাহিত্যিক সমগ্র বাংলা সাহিত্যের প্রেক্ষাপটেই খুঁজে পাওয়ার ভার। দ্বিধাহীন বাক্যে লেখা যায়, আলী ইমাম একমেবাদ্বিতীয়ম।
আলী ইমাম এবং শিশুসাহিত্য দুটোই সমার্থক। প্রায় ৪৫ বছর ধরে নিরন্তর স্বপনবিলাসী শিশুসাহিত্য রচনার এক লক্ষ রাজকুমার তিনি।শিশু মানস , শিশুজগত ,শিশু কল্পনাকে ধারণ করে বহু বিচিত্র রচনা সম্ভারে সমৃদ্ধ করেছেন তিনি বাংলা শিশু সাহিত্য। চিরায়ত রচনাভঙ্গি, ধ্রুপদ কাহিনী নির্মাণ এবং ক্লাসিক্যাল শিশুসাহিত্যর মর্মকে তিনি কর্মে রুপান্তর করেছেন। পাঁচ শতাধিক গ্রন্থের আয়নায় আলী ইমামকে প্রতিবিম্বিত করলে বিস্মিত হতে হয়। শিশু সাহিত্য জগতে যাবতীয় অনুসঙ্গ ও কলকব্জাকে বন্দি করেছেন তিনি আত্নস্থ করেছেন। শব্দজালে বন্দি করেছেন মধুর রুপকল্পনাকে । আলী ইমাম সেই বিরল বাক্য শ্রমিকদের একজন ত্যাগ ও মোহের ছলনে যিনি শিশুসাহিত্যের স্বপ্নময় পথ থেকে কখনই সরে দাঁড়াননি।
কমপ্লিট শিশুসাহিত্যিক বরতে যা বুঝায় আলী ইমাম তারই স্বয়ম্ভু প্রতীক। শুধু অর্থ হীন কল্পনার উড্ডীন ফানুস নয় , আলী ইমামের রচনা বাস্তব পৃথিবীর ধুলিকণাকেও স্পর্শ করেছে। আলী ইমামের মূল ক্ষেত্র গদ্য রচনা। গল্প, উপন্যাস, ফিসার,ভ্রমণ কাহিনি, বিজ্ঞানবিষয়ক রচনা, প্রবন্ধ বিন্দু বিন্দু বহু রত্নকণায় তিনি আমাদের শিশু সাহিত্যকে পত্রপুষ্প পল্লবে সজ্জিত করেছেন। আলী ইমাম নিজস্ব অবস্থান তৈরি করেছেন স্বাধীনতা পরবর্তী সময় থেকে। নিষ্ফল, অনুর্বর ,উদ্দেশ্যপ্রণোদিত অভিভাবকহীন , আমাদের শিশূ সাহিত্যকে তিনি সাবলক করেছেন। অজস্র, অবিরাম, ক্লান্তিহীন রচনা তার। দূর লক্ষ্যপানে এককী অভিলাষী যাত্রা তার।আলোর মশাল হাতে ,গভীর ও সুপ্তি-ভাঙানিয়া ,তিমিরবিদারী অভ্যুদয়ের সৈনিক তিনি। এক সামগ্রিক জীবন-মগ্নতায় শিশুচেতন্যকে যিনি লালন করেন, তার মতো সার্থক নামা শিশূসাহিত্যিক সমগ্র বাংলা সাহিত্যের প্রেক্ষাপটেই খুঁজে পাওয়ার ভার। দ্বিধাহীন বাক্যে লেখা যায়, আলী ইমাম একমেবাদ্বিতীয়ম।
No Specifications