Skip to Content
Filters

author.name

মাহবুব আজীজ

মাহবুব আজীজ জন্ম ৩ মার্চ, ১৯৭৩। ময়মনসিংহের কেওয়াটখালীতে। বাবার বদলির চাকরির সুবাদে বর্ণাঢ্য শৈশব কাটে দেশের নানা অঞ্চলে। ময়মনসিংহ জিলা স্কুল, আনন্দমোহন কলেজের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। জার্মানির ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব জার্নালিজম থেকে সাংবাদিকতায় তিনি উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন। ছাত্রজীবনে কাজ করেছেন পত্রিকার প্রদায়ক ও বেসরকারি সাহায্য সংস্থার মাঠ পর্যায়ের কর্মী হিসেবে। ঘুরেছেন দেশের প্রত্যন্ত অঞ্চলে। বিচিত্র শ্রেণি ও পেশার সংস্পর্শে এসেছেন। তিনি পেশাদার সাংবাদিক। বর্তমানে দৈনিক সমকালের ফিচার সম্পাদক। মাহবুব আজীজ শিল্প-সাহিত্যের বিভিন্ন মাধ্যমে কাজ করেন। কবিতা ও কথাসাহিত্যে তিনি ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন। টেলিভিশন ও মঞ্চের জন্য নাটক রচনা করেছেন; নির্মাণ করেছেন টেলিভিশন চলচ্চিত্র। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়টি। ‘দাহ’ তাঁর দ্বিতীয় ছোটগল্পগ্রন্থ। তাঁর আরেকটি গল্পগ্রন্থ- ‘ঘোর অথবা অনন্ত তৃষার গল্প’। পুরস্কার: সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার (২০১৫)