হোসেন আবদুল মান্নান
হোসেন আবদুল মান্নান হোসেন আবদুল মান্নানের জন্ম ১৯৬২ খ্রিষ্টাব্দে কিশোর গঞ্জ জেলার কটিয়াদী উপজেলারে চান্দপুর গ্রামে। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্সসহ মাস্টার্স ৗ ডিপ-ইন-এড ডিগ্রি অর্জন করেন। নতনি বিসিএস প্রমাসন ক্যাডারের সদস্য হিসেবে মাঠপ্রশাসনের গুরুত্বপূর্ণ সব পদে সুনাম ও স্বনামখ্যাত হিসেবেই কাজ করছেন। এসবই তাঁর খ্যাতির ঝুড়িতে যোগ করেছে অভিজ্ঞতার ঔজ্জ্বল্য। তাঁর প্রকাশিত ছয়চট গ্রন্থ- অন্তরালে দৃশ্যপট, সক্রেটিসের জল্লাদ, দুইবর্ণ, কেবলব িপেছনে তাকাই, রোহিঙ্গা : রাষ্ট্রসন্ধ্ানী জাতি, পুনশ্চ প্রশাসন, পাঠক মহলে তাঁর লেখনীর বিষয়ে আলাদা আস্থা তৈরি করেছে। মানুষ লেখক হয়ে জন্মায় না, লেখক হযে ওঠে।লেখক হোসেন আবদুল মান্নান ও তার ব্যতিক্রম নন। তিনি শৈশব থেকেই শিল্প-সাহিত্য-সূস্কৃতির একজন অনুরাগী পাঠক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে অনেক বরেণ্য লেখক, শিক্ষাবিদ ও ব্যক্তিত্বের সান্নিধ্যে আসেন। এভাবেই তাঁর লেখালেখির হাতেখড়ি। চাকরি জীবনের বর্ণাড্য অভিজ্ঞতা, দীর্ঘদিনের মননশীল সংস্কৃতির্চ্চা তাঁকে দিয়েছে সহৃদয় এক পর্যবেক্ষণ শক্তি, যা তাঁর লেখার প্রধান প্রণোদনা। ইতিমধ্যে ছয়টি গ্রন্থ প্রকাশ করে পেয়েছেন াসম্ভব পাঠকপ্রিয়তা। তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক ব্যতিক্রমী ছোটগল্প অন্ত্যেষ্টিক্রিয়া সুধীমহলে প্রশংশিত হয়ে এখন সফল চলাচ্চত্ররূপ লাভ করেছে।