Skip to Content
Filters

author.name

আঁখি সিদ্দিকা

আঁখি সিদ্দিকা জন্ম ১৭ অক্টোবর, জন্মস্থান-মানিকগঞ্জ। বাংলা সাহিত্য ও হিউম্যান রির্সোস ম্যানেজমেন্ট-এ স্নাতকোত্তর। কাজ করছেন একটি আর্থিক প্রতিষ্ঠানে। প্রচণ্ড ভালােবাসেন ভ্রমণ। পরিব্রাজক আঁখি সিদ্দিকা জীবনকে সুন্দর এক গন্তব্য জেনেই অভিজ্ঞতার পরিভ্রমণের মধ্য দিয়ে সময়কে উদ্যাপন করেন। বাচেন তীব্রভাবে প্রতি মুহূর্তে। প্রকাশিত গ্রন্থ: ছায়াচর (কবিতা), বালক (কবিতা), নক্ষত্রের জলে কয়েকটি তারা (কবিতা), বিষন্ন সরাইখানা (কবিতা); চড়ুইয়ের সাদা ডিম ভাঙ্গা দুপুরে (গল্প); চিত্রশিল্পে বঙ্গবন্ধু (গবেষণা); খুলনা জেলার লােকসাহিত্য (বাংলা একাডমি থেকে প্রকাশিত যৌথ গবেষণা গ্রন্থ)। আঁখি সিদ্দিকা বিশ্বাস করেন পথ তৈরি হয় চলতে গিয়ে।