Skip to Content
Filters

author.name

হাসনাত আবদুল হাই

হাসনাত আবদুল হাই জন্ম : ১৯ মে ১৯৩৭, কলকাতা। পৈত্রিক নিবাস : কসবা, ব্রাহ্মণবাড়িয়া। উচ্চতর শিক্ষা : ঢাকা, ওয়াশিংটন, লন্ডন ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। গবেষণা : ভিজিটিং ফেলো, কুইন এলিজাবেথ হাউস, অক্সফোর্ড (১৯৮৯)। ভিজিটিং স্কলার, কিয়োতো বিশ্ববিদ্যালয় (১৯৯৪-৯৫)। চাকুরি জীবন : সিনিয়র প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৬৪-১৯৬৫)। সরকারি চাকুরিতে যোগদান (সেপ্টেম্বর, ১৯৬৫)। বাংলাদেশ সরকারের সচিব পদ থেকে অবসর গ্রহণ (২০০০)। সাহিত্য পুরস্কার : শেরে বাংলা ফজলুল হক, মৌলানা আকরাম খাঁ, আচার্য্য জগদীশ চন্দ্র বসু, অলক্ত সাহিত্য পুরস্কার, শিল্পাচার্য জয়নুল আবেদিন পুরস্কার, ক্রান্তি সম্মাননা, এসএম সুলতান সম্মাননা। ছোটোগল্পের জন্য বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৮)। সাহিত্যে অবদানের জন্য একুশে পদক লাভ (১৯৯৫)।