Syed Badrul Ahsan
সৈয়দ বদরুল আহসান দ্য এশিয়ান এজ, ঢাকা, বাংলাদেশের সম্পাদক ইনচার্জ। ১৯৯৭ থেকে ২০০০ অবধি তিনি লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে প্রেস মন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস-এ অধিদপ্তর অনুষদের অংশ ছিলেন। আহসান ঢাকাদ্য রিডিং সার্কেলের (টিআরসি) সদস্য, এবং নয়াদিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ফেলো ছিলেন। বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের তাঁর জীবনী, বিদ্রোহী থেকে প্রতিষ্ঠাতা পিতা: শেখ মুজিবুর রহমান, ২০১৩ সালে প্রকাশিত হয়েছিল। আরও সাম্প্রতিক রচনা হ'ল গ্লোরি অ্যান্ড হতাশার: তাজউদ্দীন আহমদের রাজনীতি (২০১৮), এবং হিস্ট্রি মেকারস ইন আওয়ার টাইমস (২০১৮) । তিনি কুরিয়ার, ফার্স্ট নিউজ, ঢাকা ট্রিবিউন, বাংলা ট্রিবিউন, আওয়ার টাইম, ইন্ডিয়ান এক্সপ্রেস, এশিয়ান অ্যাফেয়ার্স এবং দক্ষিণ এশিয়া মনিটরে অবদান রাখেন।