মেহেদী মাহমুদ চৌধুরী
মেহেদী মাহমুদ চৌধুরী মেহেদী মাহমুদ চৌধুরীর জন্ম নারায়ণগঞ্জের অদূরে সাবেক আদমজিনগরে, স্থায়ী ঠিকানা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিজয়করা গ্রাম, বর্তমানে যুক্তরাজ্যের বর্নমাউথ শহরের বাসিন্দা। লেখাপড়ার প্রথম পাঠ সাবেক আদমজি হাইস্কুল, পরে ঢাকার বিভিন্ন স্কুল পার হয়ে কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে এসএসসি আর এইচএসসি। উচ্চশিক্ষা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে, পরে জাপানের রিতসুমেকান বিশ্ববিদ্যালয় আর সবশেষে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি। বর্তমানে অধ্যাপনা করেন যুক্তরাজ্যের বর্নমাউথ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে।কবিতার সাথে খুব ছােটবেলা থেকে পরিচয় পরিবারের কারণেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালে লিটল ম্যাগাজিনে লেখালেখি করেছেন। এ বইটির বেশিরভাগ লেখাই সে সময়ের । এছাড়া সময় সময়ে সমাজ ও দর্শন বিষয়ক লেখা লিখেছেন। অর্থনীতি বিষয়ে তাঁর বেশ কয়েকটি গবেষণাপ্রবন্ধ আছে। ভালােবাসা আছে গণিতেও, মনে করেন কবিতার মতােই তাতে আছে অপর সৌন্দর্য।