Skip to Content
Filters

author.name

Quader Mahmud

কাদের মাহমুদ কবি ও লেখক কাদের মাহমুদ গত শতাব্দীর ছয় দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বার সময়েই চর্যাপদ পড়েন। সে দশকেই গল্প দিয়ে তার। সাহিত্য চর্চার সূচনা হয়, সাংবাদিকতার যুগলবন্দিতে। এখন পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে—পাঁচটি উপন্যাস, দুটি গল্পসংকলন, পাঁচটি কাব্যগ্রন্থ, তিনটি কাব্য ও একটি গল্পঅনুবাদগ্রন্থ, দুটি প্রবন্ধের বই, একটি ভ্রমণবৃত্তান্ত এবং শিশুতােষ ছড়ার দুটি বই, নবীনদের জন্যে একটি গল্পের বই ও বাংলাদেশ গল্পমালায় ছয়টি চটি-গল্প। তিনি ২০১১ সালে বাংলা একাডেমির প্রথম। প্রবাসী লেখক পুরস্কার (সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার) পান। তাঁর জন্ম নেত্রকোনায়। শৈশবকাল থেকে যৌবন পর্যন্ত তিনি বেড়ে ওঠেন ঢাকা শহরে ও বাঙালি চেতনায়। ১৯৭৩ সাল থেকে বিলেতে প্রবাসজীবন তাকে দিয়েছে। বিশ্বমানবতার প্রেক্ষাপট। তিনি কর্মজীবনে স্বদেশে ও বিলেতে সাংবাদিকতা ও আইন চর্চা করেন।