Skip to Content
Filters

author.name

কংকাবতী প্রিয়তা

কংকাবতী প্রিয়তা জন্ম ১৭ সেপ্টেম্বর ২০১০, রাজবাড়ীতে। রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের ইংরেজি মাধ্যম শাখার ছাত্রী ও ছায়ানট সংগীত বিদ্যায়তনে লোকসংগীতের শিক্ষার্থী । ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি লেখালেখি, গান, আবৃত্তি, নৃত্য ও চিত্রাঙ্কন করে আসছে। ২০২৩ জাতীয় শিক্ষাসপ্তাহে লোকসংগীত প্রতিযোগিতায় সারাদেশে দ্বিতীয় পুরস্কার অর্জন করে। বাবা প্রশান্তকুমার সূত্রধর পেশায় একজন প্রকৌশলী, মা ঝুমা বিশ্বাস প্রভাষক এবং ছোট বোন রাজশ্রী পূর্ণতা। মেলনটি বক্স তার প্রথম প্রকাশিত বই।