Skip to Content
Filters

author.name

গাজালা মাহমুদ

গাজালা মাহমুদ। ১৮ নভেম্বর বাংলাদেশের সবচাইতে উত্তরের জেলা পঞ্চগড়ে জন্মগ্রহণ করেন। ডক্টর আবিদা হাফিজ ওমেন্স কলেজ পঞ্চগড় থেকে মানবিক শাখায় উচ্চ মাধ্যমিক স্তর। শেষ করে তিনি বিএসএস পড়েছেন স্টামফোর্ড। ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে। অল্প কিছুদিন। ইন্টার্নশিপে কাজ করেছেন একটি জাতীয় দৈনিকে। – গাজালা মাহমুদ ছােটবেলা থেকেই সাহিত্যের প্রতি প্রবল ঝোঁক ছিল তার। কবিতার পাশাপাশি তিনি ছােটগল্প এবং। গানও লিখেছেন অসংখ্য। গায়িকা এবং আবৃত্তিশিল্পী। হিসেবেও তার পরিচিতি রয়েছে।।

Books by the Author