Skip to Content
Filters

author.name

জান্নাতুল বাকেয়া কেকা

জান্নাতুল বাকেয়া কেকা মা-বাবার দ্বিতীয় সন্তান। জন্ম আশির দশকে। মা মিসেস ফরিদা ইসলাম রত্নগর্ভা পদকে ভূষিত। বাবা মোহাম্মদ রবিউল ইসলাম১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে সম্মুখসারির যোদ্ধা। ীবনভর সততার আদর্শে সন্তানদের বড় করার অদম্য কারিগর বাবা গত বছর নভেম্বরে করোনাতে প্রয়াত হন। জীবিত বাবা তাঁর কর্মশহরে যখন যেখানে যেতেন, সেই শহরটি প্রিয় সন্তানের হাত ধরে ঘুরে দেখাতেন। শৈশবের সেই বিচিত্র ঘুরাঘুরি, নানান জেলা শহরেরে স্কুলে লেখাপড়া কেকাকে জীবন-জীবিকার সাথে নগর-যান্ত্রিকতা ও জীবনবোধে পরিচিতি করে লেখালেখিতে উদ্বুদ্ধ করে