Skip to Content
Filters

author.name

জামাল হোসেন

জামাল হােসেন একাধারে কবি ও চিত্রশিল্পী। পেশায় কূটনীতিক। প্রকাশিত কাব্যগ্রন্থ : বকপক্ষী ও সারমেয় ভ্রাতৃত্রয় (২০১৭), প্রেমময় পৃথিবীর জন্য (২০১৮), ফুল ফোটানাের গল্প (২০২০), নীল লেফাফার চিঠি (২০২১), একমুঠো পলিমাটি (২০২২)। তাঁর বকপক্ষী ও সারমেয় ভ্রাতৃত্রয়' কাব্যগ্রন্থ অসমিয়া ভাষায় অনূদিত হয়েছে। জন্ম ১৯৭৩, গােপালগঞ্জের শুক্তাইল গ্রামে। কর্ম ও জীবনসূত্রে বিচরণ করেছেন নানা দেশে, নানা শহরে। স্মৃতির ক্যানভাসে অগণন ছবি। তবে যে-ছবি নিরন্তর ভিড় করে কবির মননে তার নাম বাংলাদেশ। আর মধুমতীর স্নিগ্ধ জলধারায় স্নাত এক রমণীয় ভূখণ্ড। চিরকালীন বাংলার মায়াবী প্রতিচ্ছবি। এই ছবি তাঁকে প্রাণিত, ঋদ্ধ ও সমৃদ্ধ করে কাব্য ও চিত্রশিল্পের যৌথ সৃজনে। বাংলার জনপদ, ইতিহাস, ঐতিহ্য, শৈশবস্মৃতি, ভালােবাসা, মুক্তিযুদ্ধের শানিত চেতনা, প্রতিবাদ ও দ্রোহ তাঁর কাব্যশরীরে মূর্ত ও বিমূর্ত নিবেদনে ভাস্বর। কোমল প্রেম ও প্রকৃতি, নিসর্গের অন্তর্নিহিত অভ্রংলিহ আবেগ তাকে আচ্ছন্ন করে, মানবতার পীড়ন তাঁকে দগ্ধ করে। স্ত্রী আবিদা হােসেন। দুই পুত্র জাহিন ও রুহিন।