Skip to Content
Filters

author.name

টোকন ঠাকুর

টোকন ঠাকুর জন্ম ১ ডিসেম্বর ১৯৭২, ঝিনাইদহে। ঢাকা। বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক। প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে। রয়েছে ঘামসূত্র; নার্স, আমি ঘুমােইনি; কবিতা কুটিরশিল্প; তা ভাষায় প্রকাশ করা যায় না; দুরসম্পর্কের মেঘ; আমি। রিলেটিভ, মেসাে; রােম ওয়াজ নট বিল্ট 'ইন আ ডে; অন্তরনগর ট্রেন স্টেশনের কবিতা। কবিতার পাশাপাশি লিখেছেন। গল্প, উপন্যাস, প্রবন্ধ। সম্পাদনা করেছেন। ছােটকাগজ মানুষ। ২০০৬ সাল থেকে। চলচ্চিত্র নির্মাণ করছেন। প্রথম চলচ্চিত্র। ব্ল্যাকআউট, যেটি আজও বাণিজ্যিকভাবে প্রদর্শিত হয়নি। বর্তমানে সরকারি অনুদানে নির্মাণ করছেন কাঁটা।