Skip to Content
Filters

author.name

মাহমুদ শামসুল হক

লেখক মাহমুদ শামসুল হক পেশায় সাংবাদিক। এ পর্যন্ত একাধিক সাপ্তাহিক, পাক্ষিক ও প্রথম শ্রেণীর দৈনিক পত্রিকায় যথাক্রমে নির্বাহী সম্পাদক, ইনচার্জ এবং সহকারী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি লিখে আসছেন নিয়মিত কলাম, ধারাবাহিক, গল্প, কবিতা, প্রবন্ধ, রম্য, উপন্যাস ও ফিচার।। বরাবরই তিনি প্রথার বিপরীতে লেখেন, বেছে নেন তুলনামূলকভাবে কম লেখা হয়েছে এমন বিষয়। এ ব্যাপারে তিনি স্বাতন্ত্র্য রক্ষায় যত্নবান, প্রকাশভঙ্গিতেও।। জন্ম ২০ মার্চ, ১৯৫২ সন; গাজীপুর জেলার রঘুনাথপুর গ্রামে। বাবা মাে, হাতেম আলী সরকার, মা জারিনা বেগম। লেখক স্নাতকোত্তর পর্যায়ে একাধিক বিষয়ে প্রাতিষ্ঠানিক পড়াশােনা করেন এবং গণযােগাযােগ ও সাংবাদিকতায় এম.এ. ডিগ্রি লাভ করেন ১৯৮২ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বাঙালি নারী: হাজার বছরের ইতিহাস' (দ্বিতীয় সংস্করণ) ছাড়াও একই সঙ্গে প্রকাশিত হয়েছে তার প্রথম কাব্যগ্রন্থ ‘ফিরে যাই নিজের ধুলায় । লেখকের অন্যান্য উল্লেখযােগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- নারীকোষ', বিশ্বাসের বিবর্তন: মতভেদ। মতান্তর সংশয় সংঘাত’, ‘তন রাধা মন কানু', ‘সেই রাধা সেই কৃষ্ণ’, ‘নারীনক্ষত্র’, ‘বিষয় বৃত্তান্ত: দ্রোহ প্রেম আনন্দ বিষাদ’, ‘রসগােল্লা' ইত্যাদি। এছাড়া ‘দেহকাব্য: বাংলা কবিতায় অঙ্গসুষমা গ্রন্থটি লাভ করেছে সেরা মানের গ্রন্থ-২০০৬, বাংলা একাডেমী পুরস্কার।